এইদিন ওয়েবডেস্ক,কোল্লাম(কেরালা),২৮ অক্টোবর : বিলাসবহুল জীবন যাপনের জন্য সোনা চুরির অভিযোগে গ্রেফতার কেরালার ইনস্টাগ্রাম তারকা মুবিনা। কেরালার কোল্লামের ভজনমঠের তার বাড়ি থেকে মুবিনাকে গ্রেফতার করেছে পুলিশ । মুবিনা তার জামাইবাবু ও তার বন্ধুর বাড়ি থেকে ১৭ পাউভ সোনা চুরি করেছে বলে অভিযোগ । দীর্ঘ তদন্তের পর চিতারা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।গত সেপ্টেম্বরে কিঝনিলায় বাসিন্দা মুবিনার জামাইবাবু মুনিরার বাড়ি থেকে সোনা চুরি হয়। ছয়টি হাতের বালা,দুটি চেইন এবং দুই গ্রাম ওজনের কানের দুল উধাও হয়ে যায় । গত ১০ অক্টোবর চুরির তথ্য জানা যায়। এরপর বাড়ির সিসিটিভি খতিয়ে দেখা হয় । ফুটেজে ৩০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে মুবিনাকে মুনিরার বাড়ি থেকে চলে যেতে দেখা যায়। ১০ অক্টোবর পর্যন্ত বাইরের কেউ বাড়িতে আসেননি। বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই থানায় অভিযোগ দায়ের করা হয়।
গত জানুয়ারিতে মুবিনার বন্ধু আমানি চিতারা স্টেশনে একই রকম আরেকটি চুরির অভিযোগ দায়ের করেছিলেন। তাদের বাড়ি থেকেও সোনার গহনা চুরি হয়েছে। দ্বিতীয় অভিযোগ পাওয়ার পর মুবিনাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
মুবিনার স্বামী, যিনি একজন পেশায় অটোরিকশা চালক, তিনি সম্প্রতি বিদেশে গেছেন। পুলিশি তদন্তে জানা গেছে, আর্থিক অবস্থা ভালো না থাকলেও মুবিনা বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত । মুবিনার কাছে দেড় লাখ টাকা মূল্যের একটি ফোন ছিল। এরপর মুবিনাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও সে চুরির কথা স্বীকার করেনি। পুলিশ সাক্ষ্যপ্রমাণ পেশ করার পর মুবিনা স্বীকার করেন যে দুটি চুরি ঘটনাতেই তিনি জড়িত । মুবিনা পুলিশকে জানিয়েছেন, বিলাসবহুল জীবনযাপনের জন্য তিনি এই চুরি করেছেন। চুরি হওয়া জিনিসের মধ্যে মুবিনার বাড়ি থেকে কিছু সোনার গহনা ও নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ।।