এইদিন ওয়েবডেস্ক,কোচি(কেরল),২৯ সেপ্টেম্বর : গত ২২ সেপ্টেম্বর ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) এর বিরুদ্ধে দেশ জুড়ে একযোগে অভিযান চালিয়েছিল । গ্রেফতার করা হয়েছিল ১০৬ জনেরও বেশি পিএফআই সদস্যকে । পরের দিন সংগঠনের তরফ থেকে বনধের ডাক দেওয়া হয়েছিল । আর বনধের নামে রাজ্য জুড়ে ব্যাপক হিংসার ঘটনা ঘটে ।
কেরালার বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীরা দ্বারা কেএসআরটিসি বাস সহ গাড়িতে পাথর ছুড়ে ব্যপক ক্ষয়ক্ষতি করে । এজন্য পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই), সাধারণ সম্পাদক আব্দুল সাত্তারকে ক্ষতিপূরণ বাবদ ৫.২০ কোটি টাকা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দিল কেরালা হাইকোর্ট । বৃহস্পতিবার বিচারপতি এ কে জয়শঙ্করন নাম্বিয়ার এবং বিচারপতি মোহাম্মদ নিয়াস সিপির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন । দুই সপ্তাহের মধ্যে এই টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে ।
হাইকোর্ট জেলা স্তরের আদালতগুলিকে নির্দেশ দিয়েছে যে যেখানেই নাশকতার সাথে জড়িত পিএফআই কর্মীরা জামিনের জন্য আবেদন করবে, সেখানে তাদের জামিনের শর্ত হিসাবে এই ক্ষতিপূরণ অন্তর্ভুক্ত করতে হবে । এমনকি ক্ষতিপূরণের টাকা জমা দিতে ব্যার্থ হলে সংগঠনের পিএফআই এবং পিএফআইয়ের সচিবসহ তার পদাধিকারীদের ব্যক্তিগত সম্পদ/সম্পত্তি থেকে তা উসুল করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে আদালত ।
উল্লেখ্য,মঙ্গলবার গভীর রাতে পিএফ আই ও তার সহযোগী সংগঠনগুলির উপর ৫ বছরের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক । তারপর থেকেই পলাতক ছিলেন পিএফআই-এর সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার । শেষে বুধবার কোল্লাম জেলায় আব্দুল সাত্তারের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয় ।।