এইদিন ওয়েবডেস্ক,তিরুবন্তপূরম,০৫ জুন : কিশোরকে দিয়ে নগ্ন শরীরে ছবি আঁকানো সমাজকর্মী রেহানা ফাতিমাকে পকসো মামলা থেকে অব্যাহতি দিয়েছে কেরালা হাইকোর্ট । আদালত জানিয়েছে,সমাজে প্রত্যেক ব্যক্তির তার শরীরের উপর পূর্ণ অধিকার রয়েছে । কিছুদিন আগেই এক কিশোরকে দিয়ে নিজের অর্ধনগ্ন শরীরে ছবি আঁকিয়েছিলেন রেহানা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল । পরে তার বিরুদ্ধে পকসো এবং জুভেনাইল জাস্টিস অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (আইটি) আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি হাইকোর্টে চ্যালেঞ্জ করেন রেহানা ।
আজ সোমবার সেই মামলার শুনানি ছিল কেরালা হাইকোর্টে । বিচারপতি কাউসার ইদাপ্পানাথ বলেন, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে রেহানা তার সন্তানদের যৌন কাজে ব্যবহার করেছেন । রিহানা তার বাচ্চাদের আঁকার জন্য শুধুমাত্র একটি ক্যানভাস হিসাবে তার শরীরকে ব্যবহার করেছেন, একজন মহিলার শরীরের উপর তার সম্পূর্ণ স্বাধীনতা আছে ।
বিচারপতি এডাপ্পাগাথ বলেছেন,’সন্তানদের দ্বারা মায়ের শরীরের উপরের অংশে চিত্রকর্মকে কখনোই যৌন কাজ হিসাবে বিবেচনা করা যায় না । এটি যৌন তৃপ্তির উদ্দেশ্যে বা শিশুদের অন্যায় কাজে ব্যবহার করা হয়েছিল বলা যাবে না । পুরুষ বা স্ত্রী যেইই হোক না কেন,একজন ব্যক্তির নগ্ন শরীরের উপরিভাগে আঁকানো ছবি যৌনতামূলক কাজ বলা যাবে না ।’ শরীরের উপরের অংশ উন্মুক্ত করাকে অশ্লীল এবং অশালীন বলে প্রসিকিউশনের দাবিকেও খারিজ করে দিয়েছে আদালত । আদালত জানিয়েছে,নগ্নতা এবং অশ্লীলতা সবসময় সমার্থক হয় না ।’।