এইদিন ওয়েবডেস্ক,তিরুবনন্তপুরম,১০ ডিসেম্বর : কেরালার রাজ্যপাল আরিফ মুহম্মদ খানেকে কালো পতাকা দেখাল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই ৷ আর রবিবার তিরুবনন্তপুরমে ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে হায়াত রিজেন্সিতে গিয়েছিলেন রাজ্যপাল আরিফ মুহম্মদ খান । সেই সময় তাঁকে কালো পতাকা দেখায় এসএফআই-এর সদস্যরা ৷ যদিও পুলিশ এসএফআই কর্মীদের সরিয়ে দেয় ৷
এসএফআই-এর অভিযোগ উচ্চ শিক্ষার ক্ষেত্রকে ধ্বংস করে দিতে চাইছেন রাজ্যপাল । এনিয়ে এদিন রাজ্য জুড়ে এসএফআই-এর সদস্যরা রাজভবনসহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি অফিসে মিছিল করে । অনেক জায়গায় মিছিল হিংসাত্মক হয়ে ওঠে । এমনকি পুলিশকে জলকামান পর্যন্ত ব্যবহার করতে হয় । তারই মাঝে রাজ্যপালকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয় । এসএফআই রাজ্য সম্পাদক পিএম আরশো জানিয়েছেন যে রাজ্যপাল যদি তার অবস্থান অব্যাহত রাখেন তবে প্রতিবাদ আরও তীব্র হবে ।
প্রসঙ্গত,রাজ্যের আর্থিক পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যুতে কেরালার রাজ্যপাল আরিফ মুহম্মদ খান ও মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মধ্যে তিক্ততা চরম পর্যায়ে পৌঁছেছে । রাজ্যপাল কেরালার আর্থিক জরুরী অবস্থার সুপারিশ করার অনুরোধ জানিয়ে একটি পিটিশন পাওয়ার পরে সেই তিক্ততা আরও চরমে পৌঁছে গেছে । ফলে কেরালার রাজ্যপাল শাসকদল সিপিএমের কার্যত চক্ষুশূল হয়ে গেছেন ।।