এইদিন ওয়েবডেস্ক,তিরুবনন্তপুরম,২৬ ডিসেম্বর : অন্তর্বাসের মধ্যে লুকিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের সোনা পাচার করতে গিয়ে কাস্টমসের হাতে ধরা পড়ে গেল কেরালার এক ১৯ বছরের তরুনী । ধৃত তরুনীর নাম শাহালা । তিনি কেরালার কাসারগোডের (Kasaragod) বাসিন্দা । রবিবার গভীর রাতে ওই তরুণী দুবাই থেকে কোঝিকোড় (Kozhikode) আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছিলেন । কিন্তু তার আগেই গোপন সুত্রে খবর পেয়ে যায় শুল্ক বিভাগ । বিমানবন্দরে তরুনীর শরীর পরীক্ষা করতেই অন্তর্বাসের মধ্যে তিনটি প্যাকেটে প্রায় এক কোটি টাকা মূল্যের ১ কেজি ৮৮৪ গ্রাম সোনা লুকানো দেখতে পায় শুল্ক বিভাগের মহিলা আধিকারিকরা । সঙ্গে সঙ্গে তরুনীকে গ্রেফতার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । পুলিশ সুপার (এসপি) সুচিত দাস জানিয়েছেন, তরুণীকে হেফাজতে নিয়ে সোনা চোরাচালান চক্রটির হদিশ করা হচ্ছে ।
জানা গেছে,প্রথমে সোনা চোরাচালানের সঙ্গে যুক্ত থাকার কথা অস্বীকার করেছিলেন শাহালা । ছেড়ে দেওয়ার জন্য সে শুল্ক দপ্তরের আধিকারিকের কাছে দাবিও করে । কিন্তু তরুনীর কথায় ভরসা না করে শুল্ক দপ্তর প্রথমে তার লাগেজটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে । তবে লাগেজ থেকে কিছু পাওয়া যায়নি । তারপর তরুনীর পড়নের পোশাকে তল্লাশি চালাতেই অন্তর্বাসের ভিতরে তিনটি প্যাকেট বেরিয়ে আসে । পুলিশের অনুমান,এর পিছনে একটি বড়সড় চক্র কাজ করছে । চক্রের পান্ডাদের চিহ্নিত করতে ধৃত তরুনীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ।।