এইদিন ওয়েবডেস্ক,কেরল,০৬ জানুয়ারী : কেরালার মালাপ্পুরমের একটা আদালত এক ১৬ বছরের কিশোরীকে ২ বছর ধরে ধর্ষণকারী ইউনাইস (২৯) কে ৮৭ বছরের কারাদণ্ড দিয়েছে। আদালত তাকে ৪.৬ লাখ টাকা জরিমানাও করেছে। এই জরিমানার টাকা নির্যাতিতা নাবালিকাকে দেওয়া হবে। জরিমানা না দিলে ইউনাইসকে আরও আট মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। আর জরিমানা পরিশোধ করা হলে সুপারিনটেনডেন্টকে অর্থ প্রদান করতে হবে বলে জানিয়েছেন মালাপ্পুরমের মানচেরি বিশেষ পকসো আদালতের বিচারক এ.এম আশরাফ । আদালত আইনি পরিষেবা কর্তৃপক্ষকে ভিকটিম ক্ষতিপূরণ প্রকল্পের অধীনে আরও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।
মামলার সাথে সম্পর্কিত ঘটনাটি ২০২০ সালের ২ মে- এর। মামলাটি হল নির্যাততা কিশোরী যে এলাকায় বসবাস করত ওই এলাকাতেই পরিবার নিয়ে থাকত অভিযুক্ত ইউনাইস । পরিবারের অনুপস্থিতর সুযোগে ইউনাইস তার বাড়িতে ঢুকে কয়েকবার কিশোরীকে যৌন হয়রানি করে । সেই অশ্লীল দৃশ্যের ভিডিও নিজের মোবাইল ক্যামেরায় রেকর্ড করে রেখে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেখিয়ে ২০২০ ও ২০২২ সালের মধ্যে লাগাতার মেয়েটির যৌন নিগ্রহ করে যাচ্ছিল সে । ঘটনাটি জানতে পেরে নির্যাতিতার পরিবার স্থানীয় মানছেরী থানার পুলিশকে খবর দিলে উনাইসকে গ্রেফতার করা হয়। পরে মানছেরী থানার পরিদর্শক রিয়াজ চাকেরী চার্জশিট দাখিল করেন । সাজা ঘোষণার সময় বিশেষ পাবলিক প্রসিকিউটর সোমসুন্দরন আদালতে হাজির ছিলেন । অভিযুক্তকে তাভানুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে ।।