এইদিন ওয়েবডেস্ক,তিরুবনন্তপুরম,০৯ ডিসেম্বর : মুরগির খামারের আড়ালে গাঁজা বিক্রি করা এক দম্পতিকে গ্রেপ্তার করেছে কেরালার পট্টম্বি মুথুথালায় আবগারি দপ্তর । ধৃত আনারুল এবং তার স্ত্রী সঞ্চিতা পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে মনোরনা টিভির প্রতিবেদনে বলা হয়েছে । মুতুথালা গ্রাম পঞ্চায়েত অনুমতি ছাড়া খামারটি চালানোয় সেটি বন্ধ করে দেওয়া হয়েছে ।
প্রতিবেদন অনুযায়ী,ওই খামারটিতে মুরগি বিক্রির পাশা গাঁজা বিক্রি করা হত । মূলত গাঁজা বিক্রিই ছিল আনারুল-সঞ্চিতার মূল উদ্দেশ্য । মুরগি কেনার নাম করে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীরা ওই খামারে এসে ভিড় জমাত । আর ভিড় দেখেই সন্দেহ হয় পুলিশের । শুক্রবার আচমকা ওই মুরগি খামারে অভিযান চালায় পট্টম্বি এক্সাইজ ইন্সপেক্টর পি হরিশের নেতৃত্বে আবগারি দপ্তরের দল । তল্লাশি চালাতেই মুরগির খাবারের বস্তায় দুই কেজি তিনশ গ্রাম গাঁজা উদ্ধার করেন তারা ।
জানা গেছে,মুরগির খামারটি মুতুতলায় রাবার এস্টেটের মধ্যে চলে। ধৃত দম্পতি ছয় মাস ধরে খামারে কাজ করছিলেন। লাইসেন্স না থাকায় মুরগির খামার বন্ধের নির্দেশ দেয় মুতুতলা গ্রাম পঞ্চায়েত। ধৃত দম্পতিকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।।