এইদিন বিনোদন ডেস্ক,০৮ জানুয়ারী : তেলেগু অভিনেতা বালাকৃষ্ণের সঙ্গে মুখ্য অভিনেত্রী হিসেবে অভিনয় করা একজন অভিনেত্রীকে যৌন হয়রানির অভিযোগে কেরালার একজন সুপরিচিত ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যবসায়ীর নাম ববি চেম্মানুর। তাকে মালায়ালাম অভিনেত্রী হানি রোজকে যৌন হয়রানির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে, যিনি অভিনেতা নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত ব্লকবাস্টার ফিল্ম ভিরা সিমহা রেড্ডিতে নায়িকা হিসেবে অভিনয় করেছিলেন৷
অভিনেত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য মামলার কেরালা পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসআইটি) ব্যবসায়ী ববি চেম্মানুরকে ওয়ানাদে গ্রেফতার করেছে ।শিল্পপতি ববি চেম্মানুর গ্রেপ্তারের পর অভিনেত্রী হানিরোজ বলেন, ‘আজ আমার জন্য শান্তিপূর্ণ দিন। এর আগে আমি মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে আমার প্রতি অবিচারের কথা জানিয়েছিলাম । তিনি বলেন, তিনি আমাকে ন্যায়বিচারের প্রতিশ্রুতি দিয়েছেন ।
চলতি সপ্তাহে অভিনেত্রী হানি রোজ অভিযোগ করেছেন যে তাকে হয়রানি করা হচ্ছে। তখন তিনি কারো নাম উল্লেখ করেননি। কিন্তু অভিনেত্রী তখন পরোক্ষভাবে হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘ব্যক্তিগতভাবে, আমি অবজ্ঞা ও সহানুভূতির সাথে মানসিকভাবে বিপর্যস্ত মানুষের এমন ভয়ঙ্কর বক্তব্য উপেক্ষা করি। এর অর্থ এই নয় যে আমি তাদের প্রতিক্রিয়া জানাতে অক্ষম ।’ অর্থাৎ তিনি পরোক্ষভাবে আইনী প্রক্রিয়া সম্পর্কে সতর্ক করেছিলেন।
উল্লেখ্য,ধৃত ব্যবসায়ী ববি চেম্মানুর হলেন চেম্মানুর জুয়েলার্সের সহ-মালিক এবং চেম্মানুর গ্রুপের চেয়ারম্যান । এটি একটি বৃহৎ গহনা সংস্থা যা ২০১২ সালে ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে কেরালায় নিয়ে আসার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছিল। অভিনেত্রী হানিরোজের যৌন হয়রানির ঘটনা ৪ মাস আগের বলে জানা গেছে। অভিনেত্রী হানিরোজের সমালোচনা করতেন ববি চেম্মানুর। এ নিয়ে অভিযোগও করেছেন অভিনেত্রী। এখন পুলিশ ব্যবস্থা নিয়ে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।।