এইদিন ওয়েবডেস্ক,তিরুবনন্তপুরম,১০ মার্চ : নিজের সম্পত্তিতে ৩ মেয়ের উত্তরাধিকার নিশ্চিত করতে বিয়ের ২৯ বছর পর স্ত্রীকে ফের বিয়ে করে মুসলিম সংগঠনের হুমকির মুখে পড়লেন কেরালার অভিনেতা তথা আইনজীবী সি শুক্কুর । কেরালার কাসারগোদ জেলার বাসিন্দা শুক্কুরের স্ত্রী শিনা মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। দুজনেই ১৯৯৪ সালে বিয়ে করেন । তাঁদের তিন মেয়ে । শরিয়া আইন অনুযায়ী শুক্কুরের সম্পত্তির উপর তাঁর মেয়েদের অধিকারের বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করে । মুসলিম দম্পতি চায় তাদের মেয়েরা তাদের সম্পত্তির পূর্ণ অধিকারী হোক । তাই তার তিন মেয়ের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বিবাহ আইনে আবারও কোর্ট ম্যারেজ করেন দম্পতি । দম্পতি তাদের বিয়ের ২৯ বছর পর বুধবার (৮ মার্চ ২০২৩) আবার বিয়ে করেছেন ।
মুসলিম ব্যক্তিগত আইনে কন্যারা তাদের পিতার সম্পত্তির মাত্র দুই-তৃতীয়াংশ পায় এবং বাকী অংশ পুরুষ উত্তরাধিকারীর অনুপস্থিতিতে তাদের ভাইদের কাছে চলে যায় । শুক্কুর বলেছেন যে সাম্প্রতিক দিনগুলিতে এমন কিছু ঘটেছে যা তাকে ভাবতে বাধ্য করেছিল যে তিনি মারা গেলে তিনি তার মেয়েদের জন্য কী রেখে যাবেন । তার চিন্তা ছিল তার মেয়েরা তার সম্পত্তিতে পূর্ণ অধিকার পাবে কিনা। এজন্য তিনি এই পদক্ষেপ নিয়েছেন।
শরিয়া আইনে কন্যারা পিতার সম্পত্তিতে সমান অধিকার পায় না। শুক্কুরের কোনো ছেলে নেই। এমতাবস্থায় শুক্কুর ভাইরা তাঁর সম্পত্তির অধিকারী হত। শুক্কুর দম্পতি বলেছেন যে তাঁদের তিন মেয়ের আইনি উত্তরাধিকারী নিশ্চিত করতেই তারা এই পদক্ষেপ নিয়েছে । সেই কারনে মুসলিম ব্যক্তিগত আইনের বিশেষ বিবাহ আইনের অধীনে দম্পতি পুনরায় বিয়ে করেছিলেন,যা সম্পত্তির উত্তরাধিকারও নিয়ন্ত্রণ করে।
এদিকে মুসলিম ধর্মীয় সংগঠনগুলো এই পরিবারের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে । কেরালার উচ্চ শিক্ষার প্রধান সুন্নি প্রতিষ্ঠান দম্পতির এই পদক্ষেপকে মুসলিম ব্যক্তিগত আইন এবং ইসলামকে অপমান করা হয়েছে বলে দাবি করেছে । শুক্কুর জানিয়েছেন তিনি হুমকি কলের সম্মুখীন হচ্ছেন । এই কারনে কেরালা পুলিশ এখন তার নিরাপত্তার ব্যবস্থা করেছে । একজন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন যে শুক্কুর ও তার পরিবারের সদস্যরা কয়েকটি সংগঠনের কাছ থেকে হুমকি পেয়েছেন।।