এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৩ অক্টোবর : সরকারি বার্ধক্যভাতার অনুদান পাইয়ে দেওয়ার টোপ দিয়ে বৃদ্ধ দম্পত্তির কাছ থেকে প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের সোনার গহনা হাতিয়ে পালিয়েছে এক কেপমার । আজ মঙ্গলবার সকালে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে এই ঘটনা ঘটেছে । পরে মনোহর সর (৭৬) ও রক্ষাময়ী পর(৬৮) নামে ওই দম্পতির এক ছেলে এসে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন । কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি বলেন,’অভিযোগ পেয়েছি। ঘটনার পুর্নাঙ্গ তদন্ত চলছে।’
জানা গেছে,দম্পতির বাড়ি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার বহরামপুর গ্রামে। তাদের ৪ ছেলের মধ্যে বড়ছেলে বর্ধমান শহরের একটি হাইস্কুলে শিক্ষকতা করেন । ছোট ছেলে ইজরাইলে গবেষণা করছেন । মেজ ও সেজ ছেলে প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন। তাঁরা গ্রামের বাড়িতে থাকেন। আজ দম্পতি বড় ছেলের কাছে যাওয়ার জন্য সকালে বাড়ি থেকে বের হন । কাটোয়া-আজিমগঞ্জ লাইনের ট্রেনে বহরান স্টেশনে চেপে সকাল সাড়ে সাতটা নাগাদ তারা কাটোয়া স্টেশনে নামেন। তারপর ৬ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন কাটোয়া- বর্ধমান লাইনের ট্রেন ধরার জন্য। সেই সময় ছেলের বন্ধু সেজে এক যুবক বৃদ্ধ মনোহর সরকে সরকারি বার্ধক্যভাতার ৩২ হাজার টাকা করে অনুদান পাইয়ে দেওয়ার প্রস্তাব দেয় । মনোহরবাবু বলেন,’ছেলেটি বলে এখনই ফর্ম ফিলাপ করতে হবে। আমরা বিশ্বাস করে ওর সঙ্গে আসি। আমাদের কাটোয়া বাসস্ট্যান্ডে নিয়ে আসে ৷ তারপর একে একে ফর্ম ফিলাপের কথা বলে সে আমার স্ত্রীকে কোথাও নিয়ে যায় ।’
জানা যায়,মনোহরবাবু প্রায় এক ঘন্টা ধরে অপেক্ষা করেও স্ত্রী ফিরে না এলে কান্নাকাটি শুরু করে দেন । এই দেখে স্থানীয়রা কাটোয়া থানায় খবর দেন। এরপর পুলিশ এসে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।এদিকে তখনও বেপাত্তা রক্ষাময়ীদেবী। পুলিশও খোঁজখবর চালাতে থাকে। এরপর দুপুর সাড়ে বারোটা নাগাদ কাটোয়া স্টেশনবাজারের কাছে উদ্ধার করা হয় রক্ষাময়ীদেবীকে।
রক্ষাময়ীদেবী পুলিশকে জানিয়েছেন যে ফর্ম ফিলাপের নাম করে তাঁকে ওই যুবক একটি গলি রাস্তা দিয়ে নিয়ে যায় । ফর্মে ওজন উল্লেখ করতে হয় বলে ওজন করার আগে বৃদ্ধাকে সমস্ত সোনার গহনা খুলতে বলে সে । কথামতো বৃদ্ধা তাঁর যাবতীয় গহনা খুলে রুমালে জড়িয়ে রাখেন। ওই যুবক বৃদ্ধাকে সঙ্গে করে কাটোয়া হাসপাতালে নিয়ে আসে ।এরপর ওই গহনার পুটুলি নিয়ে যায় রক্ষাময়ীদেবীকে বসিয়ে রেখে চম্পট দেয় প্রতারক।
মহিলা বুঝতে পেরে কান্নাকাটি শুরু করলে হাসপাতালের ক্যাম্পের পুলিশ তাঁকে থানায় যাওয়ার পরামর্শ দেয়। একটি টোটোয় চাপিয়ে দেয় পুলিশ। কিন্তু ওই টোটোচালক থানায় সরাসরি না গিয়ে স্টেশনবাজারে তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে নামিয়ে দিয়ে চলে যান। পুলিশ খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে। বৃদ্ধ দম্পত্তির মেজ ছেলে মিহির এসে কাটোয়া থানায় এফআইআর দায়ের করেন ।।