এইদিন ওয়েবডেস্ক,কেনিয়া,২৫ এপ্রিল : অনাহারে মৃত্যুবরণে স্বর্গপ্রাপ্তির কুসংস্কার ছড়ানোকে সন্ত্রাসবাদের সাথে তুলনা করেছেন কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো । সোমবার তিনি সংবাদ মাধ্যমের কাছে জানান,উপবাসে মৃত্যুর ঘটনা বেড়ে ৭৩-এ পৌঁছে গেছে । রাষ্ট্রপতি বলেন,এই ঘটনায় অভিযুক্ত পল ম্যাকেঞ্জি এই দেশের অন্যতম যাজক । তাকে অবিলম্বে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো উচিত । কারন আমরা যা দেখছি তা সন্ত্রাসবাদের মতো । ম্যাকেঞ্জি একজন পুরোহিত হওয়ার ভান করছেন । যদিও সে আসলে একজন ভয়ঙ্কর অপরাধী ।’
ম্যাকেঞ্জিকে তার অনুসারীদের মধ্যে গুজব ছড়ায় যে উপবাসে মৃত্যুবরণ করলে তারা সরাসরি যিশু খ্রীষ্টের সঙ্গে দেখা করতে পারবে । তার এই কুসংস্কারের বিশ্বাস করে উপবাস শুরু করে দেয় একদল মানুষ । এমনকি পরিবারের শিশুদের পর্যন্ত জোর করে উপবস করতে বাধ্য করেছিল তাদের অবিভাবকরা । কিছু মানুষ অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও কয়েক ডজন মানুষের উপবাসের কারনে মৃত্যু হয় । নিহতদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে ।
কেনিয়ার রাষ্ট্রপতি এযাবৎ ৭৩ জনের দেহ উদ্ধারের কথা বললেও শাকাহোলা জঙ্গলে কয়েক ডজন অগভীর কবরের সন্ধান পেয়েছে কর্তৃপক্ষ । ফলে উপবাসে মৃতের সংখ্যা ঠিক কতজন তা এখনো স্পষ্ট নয় ।
মালিন্দি জেলা পুলিশ প্রধান জন কেম্বোই সোমবার অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন যে মৃতের সংখ্যা এখন ৭৩ জনে পৌঁছেছে এবং আজও ২৬ টি নতুন মৃতদেহ উত্তোলন করা হয়েছে। কেনিয়ান রেড ক্রস সোসাইটি ঘোষণা করেছে যে মালিন্দির ট্র্যাকিং ডেস্কে ১১২ জন লোক নিখোঁজ হয়েছে, যেখানে যাজকের প্রধান গির্জাটি অবস্থিত ।
এদিকে রাষ্ট্রপতি উইলিয়াম রুটো জানিয়েছেন যে তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে কোনও ধর্মের সাথে সম্পর্কহীন একটি ফৌজদারি মামলা হিসাবে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করার নির্দেশ দিয়েছেন । প্রসঙ্গত,কেনিয়া একটি খ্রীষ্ট ধর্ম অনুসরণকারী অধ্যুষিত রাষ্ট্র । দেশ জুড়ে বহু অবৈধ গীর্জা গড়ে উঠেছে । ইতিপূর্বেও ওই সমস্ত গির্জা থেকে বিপজ্জনক ধর্মীয় কুসংস্কার ছড়ানোর অভিযোগ উঠেছে ।।