এইদিন ওয়েবডেস্ক,কেনিয়া,২৩ এপ্রিল : উপবাস করে প্রাণ ত্যাগ করলে স্বর্গবাস হবে, এই কুসংস্কার ছড়িয়ে মানুষকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল কেনিয়ার গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চের বিরুদ্ধে । কেনিয়ার ফরেনসিক বিশেষজ্ঞ এবং গোয়েন্দারা ওই চার্চের অন্তত ২১ জন সদস্যের মৃতদেহ জঙ্গলের কবর থেকে উদ্ধার করেছে । তার মধ্যে শুক্রবার (২১ এপ্রিল ২০২৩) কেনিয়ার মালিন্দি শহরের চার্লস কামাউ-এর কিলিফি কাউন্টির শাকাহোলা জঙ্গলের কাছে ১৫ জনের মৃতদেহ উদ্ধার হয় । আরও মৃতদেহ উদ্ধার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশকর্মী । তিনি জানান, শাকাহোলা জঙ্গলে কবরের সন্ধান চলছে ।
কেনিয়ার এনটিভি চ্যানেল শনিবার জানিয়েছে যে পুলিশ ৩২ টি সন্দেহভাজন কবরস্থানের মধ্যে দুটি থেকে সাতটি মৃতদেহ সরিয়ে ফেলেছে । গির্জার নেতা পল ম্যাকেঞ্জি ও পল এনথেঞ্জ ম্যাকেঞ্জিকে গ্রেফতার করেছে পুলিশ । এনটিভি জানিয়েছে যে ম্যাকেঞ্জি গত সপ্তাহে গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে অনশন করেছেন । স্থানীয় গণমাধ্যম জানিয়েছে,এই ঘটনায় ম্যাকেঞ্জির ছয় সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে ।
পুলিশ জানিয়েছে, চার্চের ১৫ জন সদস্যকে বলা হয়েছিল যে তারা যদি অনশন করে মৃত্যুবরণ করে তাহলে স্রষ্টার সাথে তাদের সাক্ষাৎ হবে । তারপরেই ওই ১৫ জন ব্যক্তি অনশন শুরু করে । তাদের মধ্যে চারজনকএ হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যায় । তিতাস কাতানা নামে গির্জার একজন প্রাক্তন সদস্য পুলিশকে তাদের কবর শনাক্ত করতে সাহায্য করেছিলেন বলে জানিয়েছে পুলিশ । কাতানা সিটিজেন টিভিকে বলেছেন,’আমরা পুলিশকে কবর দেখিয়েছি, এবং আমরা একজন মহিলার জীবনও বাঁচিয়েছি । আর মাত্র কয়েক ঘন্টা দেরি হলে তিনিও মারা যেতেন ।’ মানবাধিকার সংগঠন হাকি আফ্রিকার কর্মকর্তা ম্যাথিউ শিপেটা বলেছেন, ‘আমরা বনে অন্তত ১৫ টি অগভীর কবর দেখেছি ।’
স্থানীয় চিলড্রেন হোমের ম্যানেজার হেলেন মিকালি বলেন,’আমরা আশেপাশের বেশ কয়েকটি গ্রাম পরিদর্শন করে জানতে পেরেছি যে বহু বাবা-মা এবং তাদের শিশুরা নিখোঁজ হয়ে গেছে । এছাড়া ব্যক্তিগতভাবে আমি প্রায় ১৮ টি শিশুর কবর পরিদর্শন করেছি ।’
প্রসঙ্গত,এক দম্পতিকে তাদের সন্তানদের অনাহার ও শ্বাসরোধ করে মারার জন্য প্ররোচিত করার অভিযোগে গত মাসে পুলিশ ম্যাকেঞ্জিকে গ্রেফতার করেছিল । যদিও তাকে পরে ছেড়ে দেওয়া হয় । কারন ম্যাকেঞ্জি আদালতে দাবি করে ওই ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না । এটা তার কিছু প্রাক্তন সহকর্মীর ষড়যন্ত্র । যদিও অভিযোগের সত্যতা প্রমাণিত হলে ফের ম্যাকেঞ্জিকে গ্রেফতার করে পুলিশ ।।