এইদিন ওয়েবডেস্ক,গান্ধীনগর,২৮ নভেম্বর : গুজরাটে জোর ধাক্কা খেলেন আম আদিম পার্টির সুপ্রীমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । ভোটের মুখেই দলের এক প্রার্থী শিবির বদল করে নাম লিখিয়েছেন গেরুয়া শিবিরে । গুজরাটের কচ্ছ জেলার আবদাসা বিধানসভা আসনের এএপি প্রার্থী বসন্ত ভালজিভাই খেতানি বিজেপিতে যোগ দেওয়ার পর ওই আসনের বিজেপি প্রার্থী প্রদ্যুমন সিং জাদেজাকে ভোট দেওয়ার এবং তাকে বিজয়ী করার জন্য আবেদন জানিয়েছেন । এদিকে দলীয় প্রার্থীর এই সিদ্ধান্তে চরম বেকায়দায় পড়ে গেছেন কেজরিওয়াল । এখন ওই আসনে তিনি নতুন কোনো প্রার্থীও দিতে পারবেন না । উল্লেখ্য, গতবারের নির্বাচনে কচ্ছের আবদাসা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী জিতেছিলেন।
১৮২ আসন বিশিষ্ট গুজরাট বিধানসভার ভোট হবে আগামী ১ ও ৫ ডিসেম্বর । গুজরাটের গতবারের নির্বাচনের পরে কংগ্রেসের অনেক প্রার্থী বিজেপিতে যোগ দিয়েছিলেন । কিন্তু আম আদমি পার্টির প্রার্থীরা এবারে ভোটের আগে থেকেই দল পরিবর্তন করছেন । বসন্ত ভালজিভাই খেতানির আগে সুরাট পূর্ব বিধানসভা আসন থেকে আম আদমি পার্টির প্রার্থী কাঞ্চন জারিওয়ালাও মনোনয়ন প্রত্যাহার করেছিলেন । যার ফলে আম আদমি পার্টির সুরাট পূর্ব আসনেও প্রতিদ্বন্দ্বিতা করার দাবি শেষ হয়ে গেছে । প্রসঙ্গত,আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাধভিকে কিছুতেই মেনে নিতে পারছেন না দলের অনান্য নেতারা । অনেকেই গাধবীর ওপর ক্ষুব্ধ । যার ফলে ভোটের মরশুমের মুখে আম আদিম পার্টিতে দল ছাড়ার হিড়িক পড়ে গেছে ।।