এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০২ মে : “মুখ সামলে কথা বলুন মাননীয়া” এই ভাষাতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সতর্ক করে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে মমতা ব্যানার্জীর একটি ভিডিও শেয়ার করেছেন শুভেন্দু অধিকারী । সেই ভিডিওতে মমতা ব্যানার্জিকে বলতে শোনা গেছে, ‘এখানে মতুয়া ভাই-বোনরা রয়েছেন, আমি হরিচাঁদ ঠাকুরকে প্রণাম জানিয়েই বলছি, বড়মা যতদিন বেঁচে ছিলেন তার চিকিৎসার ভার আমি নিয়েছিলাম । তিনি অসুস্থ হলে কুড়ি বছর ধরে আমি তাকে বেলভিউতে নিয়ে গিয়ে চিকিৎসা করাতাম। তখন আমরা ক্ষমতাতেও ছিলাম না। যখন বড়মাকে কেউ চিনতই না । আমি বারবার ছুটে যেতাম ।’
“বড়মাকে কেউ চিনতই না”, মুখ্যমন্ত্রীর এই কথার তীব্র প্রতিবাদ জানিয়েছেন শুভেন্দু । প্রতিক্রিয়ায় তিনি মুখ্যমন্ত্রীকে সতর্ক করে লিখেছেন, ‘মুখ সামলে কথা বলুন মাননীয়া। মতুয়া মহাসংঘের ‘বড় মা’ পূজ্যপাদ বীণাপাণি দেবী কে আপনি চিনিয়েছেন ? এত অহং বোধ আপনার? শ্রদ্ধেয় বড় মা মতুয়া সম্প্রদায় সহ অন্য উৎপীড়িত জনগোষ্ঠীর কোটি কোটি মানুষের মনের মণিকোঠায় বিরাজমান ছিলেন। আপনি বারংবার ছুটে যেতেন কারণ ওনার আলোয় আলোকিত হওয়ার চেষ্টা করতেন আপনি। আপনার এই আলটপকা ও খেলো মন্তব্য পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও শিবাবতার শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের প্রতি আপনার অবজ্ঞা ও মতুয়া সম্প্রদায়ের প্রত্যেক ব্যক্তির প্রতি আপনার অনাদর উন্মুক্ত করেছে।’।