এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,১৪ মে : বাংলাদেশের গরু পাচারকারীরা মূলত পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলোকে করিডোর হিসেবে ব্যবহার করছিল এতদিন । কিন্তু বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গুরু পাচার মামলায় গ্রেপ্তার হয়ে জেলে যাওয়ার পর থেকে কিছুটা হলেও গরু পাচারের অবৈধ কারবার থমকে যায় । কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের গরু পাচারের কারবার যে একেবারেই বন্ধ হয়নি তার প্রমাণ পাওয়া গেল সোমবার রাতে । বাংলাদেশে গরু পাচারের সময় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর গুলিতে মৃত্যু হল কাজিরুল হক (৪৬) নামে গরু পাচারকারী দলের এক পান্ডার।
জানা গেছে,মৃত কাজিরুল হকের বাড়ি জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের ভাঙা মালি গ্রামে। সে এখন দাগি আসামি ছিল । ইতিপূর্বে বহু বার সে বাংলাদেশে গরু পাচার করতে গিয়ে বিএসএফ-এর হাতে ধরা পড়েছিল । কিন্তু তার স্বভাব বদলায়নি।। কয়েক মাস জেল খাটার পর ফিরে এসে সে ফের গরু পাচারের কর্মকাণ্ড চালাতে থাকে ।
বিএসএফ সূত্রে খবর, সোমবার রাত্রি ৯:৩০ টা নাগাদ ১০-১২ জনের একটি দল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভাটপাড়া ক্যাম্পের ৪১ নম্বর গেট দিয়ে বেশ কিছু গরু পাচারের চেষ্টা করে । কর্তব্যরত ১৯৫ নং ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের বিষয়টি নজরে পড়লে পাচারকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু গরু পাচারকারীরা জওয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে । আত্মরক্ষার জন্য পালটা গুলি চালায় বিএসএফ । তখনই বিএসএফ-এর একটা গুলি লাগে কাজিরুল হকের শরীরে । বিএসএফ তাকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পাচারকারীদের হামলায় বেশ কয়েকজন বিএসএফ আধিকারিক জখমও হয়েছেন বলে জানা গেছে ।।