এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,১৪ ফেব্রুয়ারী : ফেসবুকে পরিচয় থেকে প্রেম । দীর্ঘ ৪ বছর ধরে চলছিল প্রেমপর্ব । বাংলাদেশের চট্টগ্রামের অলংকার মোড় এলাকার বাসিন্দা সাইফুল খান নামে এক যুবকের প্রেমের ফাঁদে পড়ে শেষে দেশত্যাগ করেছিলেন নদীয়া জেলার রানাঘাটের কবিতা সরকার (২৬) । কিন্তু সেখানে দু’মাস যেতে না যেতেই বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন । এদিকে ভিসার মেয়াদ শেষ হওয়ায় নিজের দেশেও ফিরতে পারছিলেন না তিনি । বিপাকে পড়ে বাংলাদেশের এক হিন্দু মহিলার কাছে সাহায্যের জন্য ছুটে যান । শেষে খুলনার রায়েরমহলের বাসিন্দা শেফালী সরকার নামে ওই মহিলা উদ্যোগী হয়ে তাঁর ভারতে ফেরার ব্যবস্থা করেন । সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দর দিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন ওই যুবতী ।শেফালীদেবী সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, ওই মেয়েটি আমাকে ‘মা’ বলে ডেকেছে । তাই যতটুকু পেরেছি তার পাশে দাঁড়িয়েছি ।
বাংলাদেশের একটি নিউজ পোর্টাল সোজাসাপটা’য় প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে,রানাঘাটের নন্দীঘাট বৃদ্ধাকূল এলাকায় বাড়ি কবিতা সরকারের । বাড়িতে রয়েছেন বাবা-মা এবং একটি বোন । বাবা রাজমিস্ত্রির কাজ করেন । সেলসম্যানের চাকরি করতেন কবিতা । সেই টাকা জমিয়ে তিনি কলেজে লেখাপড়ার পাশাপাশি পাসপোর্ট ও ভিসা করেছিলেন । প্রথমে একবার ভিসা করলেও বাংলাদেশে আসতে পারেননি । কিন্তু গত বছর ৩ ডিসেম্বর ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশি প্রেমিক চট্টগ্রামের অলংকার মোড় এলাকার বাসিন্দা সাইফুল খানের কাছে চলে আসেন তিনি । প্রায় দুই মাস চট্টগ্রামে থাকার পর গত ১ ফেব্রুয়ারি খুলনায় আসেন ওই তরুণী । ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় খুলনার বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে তিনি ভিসার জন্য আবেদন করেন । শেষে রবিবার (১২ ফেব্রুয়ারি ২০২৩ ) পর্যন্ত তাকে ভিসার অনুমোদন দেওয়া হয় ।
সেদেশের সংবাদ মাধ্যমের কাছে কবিতা সরকার জানান, চট্টগ্রামের অলংকার মোড়ের সাইফুল খানের সঙ্গে ফেসবুকে চার বছর ধরে তার প্রেম চলছিল । তার সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে গত বছরের ৩ ডিসেম্বর বাংলাদেশে পালিয়ে আসেন তিনি । চট্টগ্রামে সাইফুলের কাছে প্রায় দুই মাস তাদের ভাড়া বাড়িতে ছিলেন । কিন্তু তিনি বুঝতে পারেন প্রেমের মোহে তিনি বড়সড় ভুল করে ফেলেছেন । কারন সাইফুল তাকে প্রতারিত করছিল । সেই কারনে গত ১ ফেব্রুয়ারি তিনি খুলনায় এসে শেফালী সরকারকে তার বিপদের সব কথা খুলে বলেন । পাশাপাশি তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভারতে ফেরত যাওয়ার বিষয়ে সহযোগিতা চান ।’
শেফালীদেবী বলেন,’গত বছর ৩ ডিসেম্বর ভারত থেকে বাংলাদেশে আসার সময় ওই তরুণীর সঙ্গে আমার পরিচয় হয় । ভোমরা বন্দরের বিনেরপোতা থেকে আমরা একসঙ্গে সাতক্ষীরায় আসি। মেয়েটি চট্টগ্রামের যাওয়ার জন্য আমার সাহায্য চান। আমি তাকে একটি বাসে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে দিই । তারপর দীর্ঘ দুই মাস পর গত ১ ফেব্রুয়ারি আমাকে ফোন করেন ওই তরুনী । ভারতে ফিরে যাওয়ার বিষয়ে আমার সহযোগিতা চান । আমি ওই দিনই তাকে খুলনার ভারতের সহকারী হাই কমিশনারের কাছে নিয়ে যাই । শেষে তার ভারতে ফেরার ব্যবস্থা হয় ।’
প্রসঙ্গত,বাংলাদেশের মুসলিম যুবকদের প্রেমের ফাঁদে পড়ে প্রতারিত হওয়ার ঘটনা এই প্রথম নয় । বাংলাদেশে ডাক্তারি পড়তে গিয়ে মুসলিম যুবকের প্রেমের ফাঁদে পড়ে চরম বিপাকে পড়ে গিয়েছিলেন কলকাতার এক তরুনী । ওই ফাঁদ থেকে বেড়িয়ে আসতে অমৃতা দত্ত চৌধুরী (Amrita Datta Chaudhuri) নামে বছর তেইশের ওই তরুনী ফেসবুকের দ্বারস্থ হন । তিনি গত বছরের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশের ঢাকায় নোটারি পাবলিকে গিয়ে নিজের ধর্ম পরিবর্তন করে আবদুল ওয়াকিল (Abdul Wakil) নামে বছর বাইশের এক যুবককে বিয়ে করেন । বাংলাদেশে নোটারি পাবলিকে দেওয়া তথ্য অনুযায়ী,বাংলাদেশের নিজপাড়া(Nizpara), নলিতবাড়ি (Nalitbari), শেরপুর(Sherpur)-এর বাসিন্দা মহম্মদ আবু সালেহর ছেলে আবদুল ওয়াকিল । অন্যদিকে ওই তরুনীর বাড়ি কলকাতার নিমতা থানার অন্তর্গত বিরাটিতে । তরুনী নিজের নাম পরিবর্তন করে রাখেন মেহজাবেন চৌধুরী (Mehazaben Chowdhury) । কিন্তু অচিরেই তার মোহভঙ্গ হয় ।।
তথ্যসূত্র ও ছবি : সোজাসাপটা