দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৭ ডিসেম্বর : আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় বাংলার মুখ উজ্জ্বল করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার রঙ্গিতা দত্ত ও সায়ন্তনী দে । রঙ্গিতা একটি স্বর্ণপদক এবং সায়ন্তনী একটি ব্রোঞ্জ পদক জিতেছেন । গত ১৬ ডিসেম্বর গাজিয়াবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতা থেকে পশ্চিমবঙ্গের হয়ে একমাত্র স্বর্ণপদক পেয়েছেন রঙ্গিতা । উল্লেখ্য, গতবছর সেপ্টেম্বর মাসে এশিয়া মহাদেশের বিভিন্ন দেশের মধ্যে যে প্রতিযোগিতা হয়েছিল তাতেও কাটোয়ার দুই কন্যা সোনা জিতেছিলেন ।
উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ওই প্রতিযোগিতায় ব্রিটেন,মালেশিয়া, নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ সহ বিশ্বের ৩২ টি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিল । মোট ১০ টি বিভাগে অংশগ্রহণ করেছিলেন ৩৫০ জন প্রতিযোগী । পশ্চিমবঙ্গের হয়ে সেখানে প্রতিনিধিত্ব করেছিলেন কাটোয়া শহরের ভূতনাথতলার বাসিন্দা রঙ্গিতা দত্ত এবং কাটোয়া শহরের খড়েরবাজার এলাকার বাসিন্দা সায়ন্তনী দে । ২৬ থেকে ৩০ বছর বয়সীদের বিভাগে রঙ্গিতা স্বর্ণপদক জয় করেন। অন্যদিকে ১৬ থেকে ১৮ বছর বয়সী বিভাগে প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছেন সায়ন্তনী দে ।
কাটোয়া শহরের ভূতনাথতলার বাসিন্দা রঙ্গিতা স্নাতক ডিগ্রি অর্জন করে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। অপরদিকে কাটোয়ার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেনীর ছাত্রী সায়ন্তনী দে । আন্তর্জাতিক স্তরে যোগাসন প্রতিযোগিতায় তাদের এই সাফল্যে উচ্ছ্বসিত এলাকাবাসী ।।