এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০৪ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানার মউগ্রামে একটি বিতর্কিত জমি দখল করতে গিয়ে দুই কৃষককে কোপানোর অভিযোগ উঠল গ্রামেরই এক মুসলিম পরিবারের বিরুদ্ধে । সীমা ভট্টাচার্য নামে একজন ফেসবুক ব্যবহারকারী নিজের পেজে আহত দুই কৃষক পরেশ খেয়ারু ও যাদব খেয়ারুর ছবি পোস্ট করে লিখেছেন,’দুই ভাই পরেশ খেয়ারু আর যাদব খেয়ারু, বাড়ি কেতুগ্রাম বিধানসভার মোহগ্রাম অঞ্চলের খেয়ারু পাড়া গ্রামে। দীর্ঘ ৬০ বছরের বেশী সময় ধরে গৌতম মাঝিদের জমি ওনারা চাষ করে আসছেন। হঠাৎ করেই ওনারা জানতে পারেন জনৈক একজন মুসলিম ঐ জায়গাটি কিনে ফেলেছে কিন্তু কোন রকম জমির কাগজ দেখাতে তারা অপারগ। আজ সকালে দুভাই ঐ জমিতে গেলেই শহিদ সেখ, জয়নাল সেখ, ফরাই সেখ শাবল ও দা দিয়ে দু ভাইকে মারতে শুরু করে…..মাঠে আরো লোক ছিল সঙ্গে সঙ্গে তারা ছুটে আসে এবং ওদেী হাত থেকে এদের মুক্ত করে কাটোয়া হসপিটালে নিয়ে আসে! ভাবুন একবার কত বড় মাস্তান তেনার…ওরা ভাবে অদের পিসি যখন ওদের, দেশের পুলিশ প্রশাসনও ওদের আর দেশের আইন কানুন ও বুঝি ওদের! না.. আইনটা এখন পুরোপুরি ওরা কিনে উঠতে পারে নি। দু ভাই মর্মান্তিক জখম হয়ে কাটোয়া মহকুমা হসপিটালের ৩৩নং এবং ৩৭নং বেডে শুয়ে যন্ত্রনায় কাতরাচ্ছে আর ভগবানের উদ্দেশ্যে না জানি দুঃখ করে বলছে আর কত? আর কত? আর কত রক্ত ঝড়ার পর এ সরকারে পতন হবে।’
জানা গেছে, মউগ্রাম মৌজায় ৬৮৩ দাগ নম্বরে কাঠা দশেক জমি নিয়ে বিবাদ৷ ওই জমিটি প্রায় ৫০ বছর ধরে বংশ পরম্পরায় চাষাবাদ করে আসছেন পরেশ ও যাদবরা৷ জমিটিতে বর্তমানে ঝিঙে চাষ করেছেন তারা । আজ শুক্রবার সকালে যখন তারা গাছের পরিচর্যার কাজ করছিলেন সেই সময় তখন মউগ্রামের বাসিন্দা সাহিদ শেখ ও তাঁর তিন ছেলে লাঠিসোঁটা ,রড,দা, শাবল ইত্যাদি নিয়ে চড়াও হয়। তারা জমিটি নিজেদের কেনা সম্পত্তি বলে দখল করতে গেলে পরেশ ও যাদবরা বাধা দেয় । সেই সময় তাদের ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয় । দু’জন রক্তাক্তবস্থায় জমিতে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা । পরে খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ।
এই ঘটনায় হামলাকারী সাহিদ শেখ ও তাঁর তিন ছেলের বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তদের পরিবার । পুলিশ অভিযুক্তদের সন্ধানে তল্লাশি শুরু করেছে। তবে এখনো গ্রেপ্তারির কোনো খবর নেই বলে জানা গেছে ।।
Katwa: Two farmers allegedly beaten to death while trying to seize disputed land