এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৮ আগস্ট : বুধবার দুপুরে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতালের একটি তালাবন্ধ পরিত্যক্ত স্টোর রুম থেকে উদ্ধার হয় এক ব্যক্তির পচাগলা মৃতদেহ । দিন ৫ আগে তার মৃত্যু হয়েছে বলে অনুমান৷ মৃত ব্যক্তির পরিচয় আজ বৃহস্পতিবার পর্যন্ত জানতে পারেনি পুলিশ । এদিকে হাসপাতাল সুপার বিপ্লব মণ্ডল দাবি করেছেন যে উদ্ধার হওয়া লাশটি হাসপাতালে ভর্তি থাকা কোনও রোগীর নয়। কিন্তু পুরুষ ওয়ার্ডের সামনে দিয়ে নিরাপত্তা রক্ষী ও হাসপাতালে কর্মীদের নজর এড়িয়ে ওই ব্যক্তি কিভাবে তালাবন্ধ পরিত্যক্ত স্টোর রুমে গেলো ? এনিয়ে প্রশ্ন তুলে সরব হচ্ছেন অনেকে । কাটোয়া হাসপাতালে নিরাপত্তার গাফেলতির অভিযোগ তুলে আজ বৃহস্পতিবার ডেপুটেশনও দিয়েছে সিপিএম । একই ইস্যুতে সরব হয়েছে বিজেপিও ।
কাটোয়া হাসপাতালে পুরুষদের ওয়ার্ডের পিছন দিকে রয়েছে ওই পরিত্যক্ত ঘরটি । এক সময়ে ঘরটি স্টোররুম হিসাবে ব্যবহার হত। দীর্ঘদিন তালা বন্ধ থাকায় তালাকে জং ধরে গেছে । ওই ঘরের একটি দরজায়’মেল ড্রাইভার বাথরুম’ লেখা পোষ্টার সাঁটানো আছে ।ওই ঘরের আশেপাশে রয়েছে ঝোপ জঙ্গল । সেই ঝোপজঙ্গলে জ্বালানির কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন স্থানীয় একজন মহিলা । দুপুর প্রায় দুটো নাগাদ মহিলা প্রচন্ড দুর্গন্ধ পেয়ে ঘরের একটি খোলা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখেন । তখন তিনি ঘরে রাখা গদিতে খালি গা ও লুঙ্গি পরা এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচাগলা লাশ পড়ে থাকতে দেখেন । লাশটির পায়ের দিকে পড়ে ছিল হাসপাতালের একটি নীল রঙের চাদর । কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রিসহ বিশাল পুলিশবাহিনী এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় । তবে আজ বৃহস্পতিবার পর্যন্ত মৃতের পরিচয় জানতে পারেনি পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমানে পাঠানো হয়েছে৷
হাসপাতাল সুপার বিপ্লব মণ্ডল বলেছেন,বিগত একমাসের রেকর্ড খতিয়ে দেখার পর আমরা নিশ্চিত যে ওই মৃতদেহ হাসপাতালে ভর্তি থাকা কোনও রোগীর নয় । আমরা পুলিশের কাছে যাবতীয় তথ্য এবং বিগত একমাসের সিসিটিভি ক্যামেরার ফুটেজ তুলে দিয়েছি।’ তিনি আরও জানান,ঘটনার তদন্তের জন্য জেলা স্বাস্থ্য বিভাগের এক আধিকারিক এবং কাটোয়া হাসপাতালের ৬ জন সাধারণ কর্মীসহ ১৫ জনের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এদিকে কাটোয়া হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি শাসকদলের মদতে হাসপাতালে দালালরাজ চলছে বলে অভিযোগ করেছেন বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সম্পাদক সীমা ভট্টাচার্য । তার অভিযোগ,দীর্ঘ দিন ধরেই কাটোয়া হাসপাতালের ভিতরের ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থা দেখছি । এটা রোগী ও রোগীদের পরিজনদের জন্য বিপজ্জনক । সেই সাথে শাসকদলের মদতে দালালরাজ কায়েম করা হয়েছে কাটোয়া হাসপাতালে । এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার ।’ হাসপাতালের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে বিজেপি লাগাতার আন্দোলন শুরু করবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি ।।