এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,০৮ জানুয়ারী : শনিবার কাটোয়ায় মুস্থুলি গ্রামে জনসভা করতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । তাঁকে স্বাগত জানানোর প্রস্তুতি প্রায় চুড়ান্ত পর্যায়ে । মুস্থুলি গ্রামে সভাস্থল সাজানোর পাশাপাশি কাটোয়া শহরে একাধিক তোরণ করা হয়েছে । ওই সভা যে ঐতিহাসিক হতে চলেছে তা আগেই জানিয়ে দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অরবিন্দ মেনন । সভায় কয়েক লক্ষ জন সমাগম হবে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের ।
এদিকে করোনা সচেতনতার দিকে লক্ষ্য রেখে মুস্থুলি গ্রামে একটি বিএড কলেজে ক্যাম্প করে বেশকিছু বিজেপি কর্মী থেকে কয়েকজন কৃষক,ও পুরোহিতের কোভিড টেষ্ট করানো হয়। দলীয় সূত্রে জানা গিয়েছে যারাই জেপি নাড্ডার সুরক্ষা বলয়ের মধ্যে থাকবেন এবং তার সংস্পর্শে আসার সম্ভাবনা রয়েছে তাদের সকলের কোভিড পরীক্ষা করানো হচ্ছে । কোভিড পরীক্ষার জন্য কলকাতা থেকে আলাদা একটি মেডিকেল টিম নিয়ে আসা হয় দলের পক্ষ থেকে ।
ইতিমধ্যে কলেজের ক্যাম্পে ৫০ জনের কোভিড পরীক্ষা করানো হয়েছে বলে জানা গেছে ।
শনিবার অন্ডাল বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে জগদানন্দপুরে নামবেন জেপি নাড্ডা।তারপর সভায় আসবেন।মুস্থুলি ও জগদানন্দপুর পাশাপাশি গ্রাম।দলীয় সূত্রে জানা গিয়েছে সভা শুরুর আগে জগদানন্দপুর গ্রামে পাঁচশতাধিক প্রাচীন রাধাগোবিন্দ জিউ মন্দিরে পুজো দেবেন জেপি নাড্ডা । মন্দিরের যে পুরোহিত পুজো করাবেন তারও কোভিড পরীক্ষা করানো হয়েছে বলে খবর। এছাড়া বিজেপির যেসমস্ত স্থানীয় নেতৃত্ব মঞ্চে জেপি নাড্ডার সঙ্গে থাকবেন তাদেরও এদিন ক্যাম্পে কোভিড পরীক্ষা করানো হয়েছে ।
জেপি নাড্ডা সভা শুরুর আগে কয়েকজন কৃষকের বাড়ি বাড়ি ঘুরে এক মুঠো করে শষ্য সংগ্রহ করবেন।ওই সমস্ত কৃষকেরও কোভিড পরীক্ষা করানো হয়। যে কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজন করার কথা জেপি নাড্ডার, সেই কৃষকেরও কোভিড পরীক্ষা করা হয়েছে । বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সভা ঘিরে কার্যত সাজো সাজো রব কাটোয়ায় ।।