এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৮ ডিসেম্বর : ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৩ সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ। ধৃতরা হল : কাটোয়া থানার কৈথন গ্রামের বাসিন্দা আনোয়ার শেখ (৩৮)ও হানিফ শেখ (৩৮) এবং পূর্বস্থলী থানার হামিদপুরে বাসিন্দা আকিব শেখ (২৫) ওরফে হুজাই । ধৃতদের কাছ থেকে একটি দেশি পাইপগান, এক রাউন্ড গুলি, ছুরি, নাইলনের দড়ি এবং বাঁশের লাঠিসহ ডাকাতির উদ্দেশ্যে আনা অস্ত্রশস্ত্র ও সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ। সোমবার ধৃতদের কাটোয়া আদালতে তোলা হলে বিচারক ধৃতদের মধ্যে আকিবকে দুদিনের জন্য পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বাকি দুজনকে জেল হেফাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে,রবিবার রাতে কাটোয়ার এসটিকেকে রোডে দেপাড়ার কাছে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল একটি দুষ্কৃতীদল। কাটোয়া থানার পুলিশের নৈশকালীন টহলদারির সময় গোপন সূত্র থেকে খবর আসে । তারপর পুলিশের টহলদারির ভ্যানটি সোজা দেপাড়ার কাছে চলে আসে । এদিকে পুলিশের গাড়ি দেখে দুষ্কৃতীরা ছুটে পালানোর চেষ্টা করে । পুলিশ তাদের পিছু ধাওয়া করে । শেষ পর্যন্ত বাকিরা পালাতে সক্ষম হলে ৩ জন ধরা পড়ে যায় । ধৃতরা নিজেদের অপরাধ কবুল করেছে । এই দুষ্কৃতী চক্রের বাকিদের চিহ্নিত করতে পুলিশ হেফাজতে নেওয়া আকিবকে জিজ্ঞাসাবাদ করছে ।।

