দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৭ ডিসেম্বর : সিসিটিভি ক্যামেরা লাগানোর সুফল ফের হাতেনাতে পেলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । পূর্বস্থলীতে একটি টোটোয় ধাক্কা দিয়ে পালিয়ে আসা কাটোয়ার একটি মারুতি ভ্যানকে চিহ্নিত করা সম্ভব হল সিসিটিভি ক্যামেরার সৌজন্যে । শেষে কাটোয়া থানার পুলিশ ওই মারুতি ভ্যান ও তার চালককে আটক করে তুলে দেয় পূর্বস্থলী থানার পুলিশের হাতে ৷
পুলিশ সূত্রে জানা গেছে,ঘটনাটি ঘটে সোমবার দুপুরের দিকে কাটোয়া ও পূর্বস্থলী সীমান্তের কাছে বোরডাঙ্গা মোড়ে । কাটোয়ার দিকে আসার সময় একটি মারুতি ভ্যান একটি টোটোকে ধাক্কা দিয়ে পালিয়ে আসে । টোটো চালক পূর্বস্থলী থানার দ্বারস্থ হয় । অভিযোগ পাওয়ার পর বিষয়টি কাটোয়া থানার জানায় পূর্বস্থলী থানার পুলিশ ।
জানা গেছে,পুলিশ প্রথমে সিসিটিভির ফুটেজের সুত্র ধরে মারুতি গাড়িটিকে চিহ্নিত করে । গাড়ির নম্বর থেকে জানা যায় তার মালিকের নাম । এরপর কাটোয়ার শ্যামবাটি গ্রামের বাসিন্দা ওই মারুতি চালকের বাড়িতে হানা দিয়ে চালকসহ মারুতিটি আটক করে পুলিশ ৷ এদিন পূর্বস্থলী থানার হাতে তুলে গাড়িসহ চালককে । উল্লেখ্য,সম্প্রতি সিসিটিভি ফুটেজের সুত্র ধরে কাটোয়া আদালতের ল’ক্লার্কের গাড়ি চুড়ি ও মহিলার ব্যাগ ছিনতাইকারী দুই দুষ্কৃতিকে চিহ্নিত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ । বর্তমানে ধৃতরা পুলিশ হেফাজতে আছে ।।