দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৯ ডিসেম্বর : চুরির ঘটনায় চার দুষ্কৃতিকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করে সাড়ে তিন লক্ষ টাকার চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । ধৃতদের নাম মনিরুল মোল্লা, রিজাবুল শেখ,বুলেট মাজি ও অভিষেক পাণ্ডা । পুলিশ সুত্রে জানা গেছে, ধৃতদের মধ্যে প্রথম দু’জনকে কাটোয়ার করজগ্রামে দুর্গামন্দিরে চুরির ঘটনায় গ্রেফতার করা হয়েছে । তাদের জেরা করে চুরি যাওয়া ১৯ রকম সোনার গহনা ও ৩ রকম রুপোর গহনা উদ্ধার হয়েছে । বাকি দু’জনকে গ্রেফতার করা হয়েছে কাটোয়ার চন্দ্রপুর গ্রামে শনিমন্দিরে ও একটি বইয়ের দোকানে চুরির ঘটনায় । উদ্ধার হয়েছে সোনা ও রুপো মিলিয়ে ১৬ রকমের গহনা ও আর কিছু কাঁসা পিতলের বাসনপত্র । সব মিলিয়ে যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ ।
জানা গেছে,কাটোয়ার করজগ্রামে দুর্গামন্দিরে চুরির ঘটনাটি ঘটে দুর্গাপুজোর নবমীর দিন রাতে । মন্দিরের একাধিক তালা ভেঙে দেবীর গহনাসহ সর্বস্ব নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা । অভিযোগ পাওয়ার পর থেকেই বিভিন্ন সুত্র ধরে ঘটনার তদন্তে নামে কাটোয়া থানার পুলিশ । শেষে গোপন সুত্র থেকে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বাঁধমুড়া গ্রাম মনিরুল ও রিজাবুলকে গ্রেফতার করে পুলিশ । তাদের আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতেই উদ্ধার হয় লক্ষাধিক টাকার চুরি যাওয়া গহনা ।
অন্যদিকে গত ১৬ ডিসেম্বর কাটোয়ার চন্দ্রপুর গ্রামের ওই শনিমন্দির ও সেই সঙ্গে একটি বইয়ের দোকানে চুরির ঘটনাটি ঘটে । তদন্তে নেমে পুলিশ জানতে পারে মঙ্গলকোটের বুঁইচি গ্রামের বাসিন্দা বুলেট মাজি ও চন্দ্রপুর গ্রামের বাসিন্দ অভিষেক পাণ্ডা ওই চুরির ঘটনায় যুক্ত । তাদেরও আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চালাতে শুরু করে পুলিশ । শেষে আসে সফলতা । রবিবার কাটোয়া মহকুমা পুলিশ আধিকারিক কৌশিক বসাক সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, চক্রের বাকিদের চিহ্নিত করার চেষ্টা চলছে ।।