এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৪ সেপ্টেম্বর : আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুনী চিকিৎসক ‘তিলোত্তমা’র ধর্ষণ বা গনধর্ষণের পর নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ড মামলায় বর্তমানে ব্যাকফুটে রাজ্যের শাসকদল । তারই মাঝে উত্তর থেকে দক্ষিণবঙ্গের দলীয় নেতাদের দুর্নীতির একের পর এক ঘটনা প্রকাশ্যে আসতে থাকায় চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। বেলাগাম দুর্নীতির অভিযোগ ওঠায় উত্তরবঙ্গের মালবাজার পুরসভার চেয়ারম্যান স্বপন সাহাকে দল থেকে বহিষ্কার করতে বাধ্য হল তৃণমূল। তার বিরুদ্ধে বিগত প্রায় ১৫ বছর ধরে পুরপ্রধান থাকাকালীন অন্তত ১২০ কোটি টাকা তছরূপের অভিযোগ রয়েছে। পাশাপাশি বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে কাটমানি ফেরালেন ইসলামপুরের সুজালির প্রধান নুরি বেগম। মঙ্গলবার তিনি গ্রাম পঞ্চায়েত অফিসে বসে প্রায় ২০০ জন উপভোক্তাকে কাটমানি বাবদ ২১ লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছেন বলে জানা গেছে । এদিকে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পুরসভার উপ পুরপ্রধান লখিন্দর মণ্ডলকে তোলাবাজির ঘটনায় ফের নোটিশ পাঠালো কাটোয়া থানার পুলিশ । এনিয়ে তাকে ৪ বার নোটিশ পাঠানো হলেও একবারও পুলিশের জেরার মুখোমুখি হননি ।
প্রসঙ্গত,কাটোয়া পুরসভার উপ পুরপ্রধান লখিন্দর মণ্ডলের পেঁয়াজের ব্যবসা রয়েছে কাটোয়া শহরে । তবে ব্যবসা দেখাশোনার কাজ করত ভাগ্না অমিত মণ্ডল । বর্ধমান কেন্দ্রীয় জেলা সংশোধনাগারে বন্দী কুখ্যাত আসামি সাদ্দাম সেখের হয়ে তোলাবাজির অভিযোগ রয়েছে অমিতের বিরুদ্ধে । সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর পুলিশ তাকে গ্রেফতার করেছে । লখিন্দরের গোডাউন থেকে পুলিশ উদ্ধার ধৃতের মোবাইল ফোন । পুলিশ এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কাটোয়ার উপপুরপ্রধান লখিন্দর মণ্ডলকে ১৭৯ ধারায় একাধিকবার নোটিশ করেছিল।গত ১৭ সেপ্টেম্বর প্রথম নোটিশ পাঠানোর পর ১৯ এবং ২০ সেপ্টেম্বরের নোটিশ পাঠান হয়েছিল। কিন্তু তিনি একবারও পুলিশের জেরার মুখোমুখি হননি । আজ মঙ্গলবার ফের কাটোয়া থানার পক্ষ থেকে তাঁর স্ত্রীর হাতে নোটিশ ধরানো হয় ।
যদিও লখিন্দর মণ্ডলের স্ত্রী শর্মিলা মণ্ডলের দাবি যে তার স্বামীকে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশি হয়রানি চলছে । তার স্বামী সম্পূর্ণ নিরাপরাধ এবং চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে । কিন্তু নিরাপরাধ হলে কেন তিনি পুলিশের জেরার মুখোমুখি হচ্ছেন না ? যদিও এই প্রশ্নের উত্তর পাওয়া যায়নি ।।