এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩১ জুলাই : অন্ধ্রপ্রদেশ থেকে দাদার সঙ্গে ট্রাকে করে নারকেল নিয়ে এসেছিলেন মানসিকভাবে অসুস্থ ভাই । কিন্তু পশ্চিমবঙ্গে আসার পরেই নিখোঁজ হয়ে যান গট্টুপল্লি নাগেশ্বর রাও নামে ওই ব্যক্তি । এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে । শনিবার ওই ব্যক্তিকে তাঁর দাদা চন্দ্র মানিক্কমের হাতে তুলে দেয় পুলিশ ।
জানা গেছে,অন্ধ্রপ্রদেশের পৃথ্বিপদু থানার পদ্রুপাকা গ্রামে বাড়ি গট্টুপল্লি নাগেশ্বর রাওয়ের । গত বৃহস্পতিবার রাতে তাঁকে কাটোয়া বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাঘুরি করতে দেখে পুলিশ । পুলিশ ওই ব্যক্তিকে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করে । কিন্তু ভাষা বাধা হয়ে দাঁড়ায় । শেষে ওই ব্যক্তিকে থানায় এনে রাখা হয় । পুলিশ তাঁর থাকা ও খাওয়ার ব্যাবস্থা করে । পাশাপাশি তাঁর নাম ঠিকানা জানার চেষ্টা চালায় পুলিশ ।
পুলিশ সুত্রে জানা গেছে,শেষে সে নিজের বাড়ির ঠিকানা জানাতে সক্ষম হলে গুগুল সার্চ করে কাটোয়া থানার পুলিশ জানতে পারে ওই ব্যক্তি পৃথ্বিপদু থানা এলাকার বাসিন্দা । একথা জানতেই সেখানকার পুলিশের মাধ্যমে ওই ব্যক্তির বাড়িতে খবর পাঠানো হয় । এরপর বাড়ি থেকে খবর পেয়ে এদিন কাটোয়া থানায় এসে নিখোঁজ ভাইকে নিয়ে যান দাদা চন্দ্র মানিক্কম ।
পেশায় ট্রাক চালক চন্দ্র মানিক্কম জানান, তিনি অন্ধ্রপ্রদেশ থেকে ট্রাকে নাড়কেল বোঝাই করে বীরভূমের সিউড়ি যাচ্ছিলেন । কিন্তু কাটোয়া শহর ঢোকার মুখে তার ভাই শৌচকর্ম সারতে যাওয়ার নাম করে নেমে গিয়ে নিখোঁজ হয়ে যায় । অনেক খোঁজাখুঁজি করে ভাইয়ের কোনও সন্ধান না পেয়ে তিনি মাল আনলোড করতে সিউড়ি চলে যান । তারই মধ্যে পৃথ্বিপদু থানা থেকে ফোন আসে তাঁর মোবাইলে । তখন জানতে পারেন তাঁর ভাই কাটোয়া থানায় আছে ।
পাশাপাশি তিনি জানান,তাঁর ভাই মানসিকভাবে অসুস্থ । বাড়িতে থাকলে তাকে দেখভাল করার কেউ নেই । তাই তাকে সঙ্গে করে নিয়ে এসেছেন । ভাইকে ফিরে পেয়ে কাটোয়া থানার পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন দাদা ।।