দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৮ ডিসেম্বর : গত সপ্তাহে এলাকার পাশাপাশি দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল । দুই বাড়ি থেকে সোনার গহনা, নগদ টাকা, স্কুটি, টেলিভিশনসহ সর্বস্ব নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা । তার মধ্যে চুরি করা একটি টেলিভিশন পাচার করতে গিয়ে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশের হাতে ধরা পড়ে গেল ২ দুষ্কৃতি । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম জহিরুদ্দিন শেখ ওরফে ছোটকা এবং আলম শেখ ওরফে ঢাকাই । তারা দু’জনেই কাটোয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে । ছোটকার বাড়ি কেশিয়া মাঠপাড়ায় । আর ঢাকাই কাটোয়ার করজগ্রামের বাসিন্দা । পুলিশ সুত্রে খবর,সোমবার রাতে একটি টেলিভিশন পাচার করার মতলব করছিল ছোটকা ও ঢাকাই ।
গোপন সুত্র থেকে খবর পেয়ে কাটোয়া বাসস্ট্যান্ড এলাকায় হানা দিয়ে পুলিশ দু’জনকে হাতেনাতে ধরে ফেলে । উদ্ধার হয় টেলিভিশনটি । মঙ্গলবার ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ । ধৃতদের তিনদিনের জন্য পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন বিচারক । ধৃতদের জেরা করে চুরি যাওয়া বাকি সামগ্রী উদ্ধারের চেষ্টার পাশাপাশি এই চক্রে আর কেউ যুক্ত আছে নাকি তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে, চুরির ঘটনাটি ঘটেছিল কাটোয়া থানার গোপখাঁজি গ্রামে । দুই পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্তে নামে পুলিশ । এযাবৎ দুষ্কৃতিদের কোনও হদিশ পাওয়া যায়নি ৷ শেষ পর্যন্ত চুরি করা টেলিভিশনটি বিক্রি করতে করতে গিয়ে ধরা পড়ে যায় আলম শেখ ও জহিরুদ্দিন শেখ । ধৃতদের মধ্যে জহিরুদ্দিনের বিরুদ্ধেও ইতিপূর্বে চুরি,ছিনতাইয়ের মত একাধিক অভিযোগ উঠেছিল বলে জানিয়েছে পুলিশ ।।