দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩১ মে : বাড়ির শৌচাগারের ছাদে বসে বোমা বাঁধার সময় দুষ্কৃতীকে হাতেনাতে পাকড়াও করল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । কাটোয়া থানার মুলটি গ্রামের বাসিন্দা ওই দুষ্কৃতীর নাম মকবুল শেখ ওরফে টোটন বলে জানিয়েছে পুলিশ । উদ্ধার হয়েছে ৬ টি তাজা বোমা । সোমবার রাতে গ্রেফতারের পর মঙ্গলবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তুলে পুলিশ ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় । বিচারক ধৃতের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন ।
পুলিশ সুত্রে খবর,মকবুল শেখের আদি বাড়ি মন্তেশ্বর থানার তেঁতুলিয়া গ্রামের উত্তপাড়ায় ।তেঁতুলিয়া এলাকায় একটি চক্র বেআইনি অস্ত্র ও বোমার কারবারের সঙ্গে যুক্ত । আর ওই চক্রের অন্যতম সদস্য মকবুল শেখ । বছর চারেক আগে তেঁতুলিয়া এলাকায় এক ব্যক্তি খুন হয়েছিল । আর সেই ঘটনাকে কেন্দ্র করে দুই দুষ্কৃতী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । তারপর থেকে ফেরার হয়ে যায় মকবুল ।
শোনা যায় সে কেরালায় একটি নিরাপদ আশ্রয়ে কিছুদিন ঠেক করেছিল । কিছুদিন কাটানোর পর কাটোয়ার মুলটি গ্রামে ফিরে আসে । কিন্তু ভুলেও তেঁতুলিয়া গ্রামমুখো হয়নি মকবুল । এদিকে মুলটি গ্রামে এসেও পুরনো পেশাকে সে ভুলতে পারেনি । ফের শুরু করে দেয় বোমা ও বন্দুক পাচারের ব্যবসা । কিন্তু সোমবার রাতে বাড়ির শৌচাগারের ছাদে বসে বোমা বাঁধার সময় মকবুল হাতেনাতে ধরে ফেলে পুলিশ । তার এই অসামাজিক কারবারে আর কারা যুক্ত আছে পুলিশ তা জানার চেষ্টা চালাচ্ছে ।।