দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),৩০ অক্টোবর : সরকারি জায়গার উপর বেআইনিভাবে নির্মিত দোকানপাট ভেঙে দিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পুরসভা । কাটোয়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ড এলাকায় স্টেশনবাজার মসজিদ মার্কেটের পিছনে কাঠা ছয়েকের সরকারি জায়গা রয়েছে । ওই জায়গার উপরেই গজিয়ে উঠেছিল বেশ কিছু দোকানপাট । প্রথমে অস্থায়ী ছাউনি করে ব্যবসা চালালেও সম্প্রতি ইঁটের ঘর করা হচ্ছিল । বিষয়টি কানে যেতেই নড়েচড়ে বসে পুরসভা কর্তৃপক্ষ । শেষে এদিন রবিবার অভিযান চালিয়ে ওই সমস্ত দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ।
জানা গেছে,ভেঙে ফেলা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে একটি সিমাই তৈরির কারখানা । দীর্ঘ প্রায় দু’দশক ধরে চলছিল কারখানাটি । এছাড়া এক কলার আড়তও রয়েছে ওই তালিকায় । কাটোয়া পুরসভার চেয়ারম্যান সমীর সাহা বলেন,’ওদের জায়গা খালি করার জন্য একাধিকবার বলা হয়েছিল । কিন্তু কোনো কথায় কর্নপাত করেনি । তাই এদিন অভিযান চালিয়ে ওই সমস্ত অবৈধ নির্মান ভেঙে দেওয়া হয়েছে । অবশ্য ভাঙার খরচ ওদেরই বহন করতে হবে। এনিয়ে ফের নোটিশ করা হবে ।’।