এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৮ মার্চ : পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে খুনের মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনালেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়া ফার্স্ট ট্রাক কোর্টের বিচারক সুব্রত মুখোপাধ্যায় । সাজাপ্রাপ্ত ব্যক্তি কাটোয়া থাকার পলতাগাছি গ্রামের বাসিন্দা মতিয়ার শেখ । ২০১৯ সালের ৩১ মার্চ তার স্ত্রী টুনি বিবির (৪২) গলাকাটা রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ । পূর্বস্থলী থানার মহাদেবপুর গ্রামের বাসিন্দা নিহত মহিলার খুরতুতো ভাই ইন্তাজুল শেখের অভিযোগের ভিত্তিতে ওই দিনেই রাতে পুলিশ মতিয়ার কে গ্রেপ্তার করা হয় । সেই থেকেই জেল হেফাজতে ছিল মতিয়ার। এদিন ঘাতক স্বামীর সাজাঘোষণা করে আদালত। জানা গিয়েছে পুলিশ ২০১৯ সালে ২৮ জুন মামলার চার্জশিট পেশ করে। মোট ১১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয় ।
আদালত সূত্রে খবর,টুনি বিবি-মতিয়ার শেখের ২৫ বছরের দাম্পত্য জীবন ছিল । তাদের ছেলেরা কেরলে রাজমিস্ত্রির কাজ করত । মতিয়ার নিজেও মাঝেমধ্যে ছেলেদের সাথে কাজ করতে যেত । বাড়িতে একাই থাকতেন টুনি বিবি । এদিকে স্ত্রী কারোর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে বলে মতিয়ারের মনে সন্দেহ দাঁনা বাধে৷ আর সেই সন্দেহের জেরেই ২০১৯ সালে ২৭ শে জুন রাতে মাংস কাটার চপার দিয়ে টুনিকে গলা কেটে খুন করে মতিয়ার। পরের দিন ভোরে জনৈক এক প্রতিবেশী ঘরের মধ্যে মহিলার গলাকাটা রক্তাক্ত দেহ দেখতে পায় । এরপর তিনি গোপনে মহিলার বাপের বাড়িতে ফোন করে ঘটনার কথা জানান । খবর পেয়ে মহিলার বাপের বাড়ির লোকজন ছুটে আসে । থানায় মতিয়ারের বিরুদ্ধে খুনের ধারায় মামলা হয় । গ্রেপ্তার করা হয় ঘাতক স্বামীকে ।।