এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৭ আগস্ট : চিকিৎসায় গাফেলতিতে এক রোগিনীর মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা হাসপাতাল । হালিমা বিবি (২৬) নামে ওই রোগিনীকে আজ বৃহস্পতিবার হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তির দুঘন্টার মধ্যেই মৃত্যু হলে চিকিৎসায় গাফেলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতার আত্মীয় ও পরিজনরা । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । জানা গেছে, মৃতার বাড়ি পূর্বস্থলী থানার খড়দত্তপাড়া গ্রামে ।
মৃতার স্বামী পেশায় দিনমজুর আতাউল্লা শেখ জানিয়েছেন, তার স্ত্রী দিনপাঁচেক ধরে জ্বর,কাশি ও শ্বাসকষ্ট প্রভৃতি উপসর্গে ভুগছিল । স্থানীয় এক চিকিৎসকের কাছে দেখানো হচ্ছিল । কিন্তু তার স্ত্রীর স্বাস্থ্যের কোনো উন্নতি হচ্ছিল না । আজ বাড়াবাড়ির পর্যায়ে চলে গেলে ওই চিকিৎসকের পরামর্শে কাটোয়া হাসপাতালে তার স্ত্রীকে ভর্তি করা হয়েছিল ।
জানা গেছে,এদিন সাড়ে এগারোটা নাগাদ কাটোয়া কাটোয়া হাসপাতালে আনা হয় ওই মহিলাকে । তাকে হাসপাতালের মহিলা বিভাগে ভর্তি করে নেওয়া হয় । কিন্তু দুপুর দেড়টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার । আতাউল্লা শেখের অভিযোগ,’আমার স্ত্রীর প্রবল শ্বাসকষ্ট হচ্ছিল । ওয়ার্ডের নার্সদের বারবার অনুরোধ করি অক্সিজেন দেওয়ার জন্য । কিন্তু অক্সিজেন দেওয়া তো দুরের কথা, উলটে আমার সাথে দুর্ব্যবহার করেন নার্সরা ।’
যদিও কাটোয়া হাসপাতালের সুপার বিপ্লব মণ্ডল বলেন,’রোগীর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগপত্র জমা দেওয়া হয়নি। অভিযোগ করলে তদন্ত করা হবে।’ জানা গেছে,মৃতার ৩ বছর ও ৫ মাসের দুটি সন্তান রয়েছে । এখন দুই দুধের শিশুকে নিয়ে বিপাকে পড়ে গেছেন মৃতার স্বামী ।।

