এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৫ সেপ্টেম্বর : গোয়ায় ভালো বেতনের কাজের টোপ দিয়ে মালদার ২ কিশোরকে পাচারের চেষ্টা রুখে দিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া জিআরপি । উদ্ধার হওয়া দুই কিশোরের নাম, দিলওয়ার হোসেন এবং আনজারুল আলম । তাদের বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় । দিলওয়ার অষ্টম শ্রেণীর ছাত্র। আনজারুল নবম শ্রেণীতে পড়ে। তারা সম্পর্কে তুতো ভাই। রবিবার গভীর রাতে কাটোয়া রেলস্টেশনে তিস্তা তোর্সা ডাউন এক্সপ্রেস থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কাটোয়া আরপিএফ ইন্সপেক্টর আশুতোষ বন্দোপাধ্যায় । তবে তিনি জানান,তাদের সঙ্গে থাকা মানব পাচারকারী চক্রের এজেন্টকে ধরা সম্ভব হয়নি ।
তিনি বলেন,’বলেন,’এই ধরনের পাচারচক্র খুবই চতুর । তাদের হদিশ পাওয়া বা মাথাকে খুঁজে পাওয়া এক অর্থে কঠিন। কারণ ওই ধরনের মানব পাচারকারী চক্র কখনো একধরনের ছকে কাজ করে না । নানাভাবে কৌশল অবলম্বন করে। মোবাইল ফোন একবার ব্যবহার করে সিম বদলে নেয় । পরিচিত মুখ সামনে আসে না। এক এক কাজে ভিন্ন ভিন্ন লোক পাঠায়। আর যাতে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চিহ্নিত করতে না পারে সেজন্য ওই এজেন্ট দুই কিশোরের সঙ্গে একসাথে ট্রেনে চাপেনি। অন্য কম্পার্টমেন্টে চেপে পরে ওদের কাছে চলে আসার পরিকল্পনা করেছিল । তাই তাকে চিহ্নিত করা বা মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্রাক করা ভীষণ কঠিন। তবুও আমরা অনান্য সূত্র থেকে পাচারচক্রকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছি ।’
এদিকে দুই কিশোর জানিয়েছে,তাদের এক বন্ধুর মাধ্যমে এক অপরিচিত ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ হয় । তারপর সেই ব্যক্তি জানায় গোয়ায় অল্প পরিশ্রমে ভালো টাকা আয়ের সুযোগ রয়েছে। তারা রাজি হয়ে যায় । এরপর তারা বাড়িতে কাউকে কিছু না জানিয়ে যাওয়ার উদ্দেশ্যে রবিবার হরিচন্দ্রপুর স্টেশনে ট্রেন ধরে । আশুতোষ বলেন, ‘দুই কিশোরের বাড়ি থেকে পালানোর বিষয়ে রবিবার রাতে রেলের হেল্পলাইন নম্বরে ফোন আসে।খবর পেয়েই আমরা নজরদারি শুরু করি। এরপর ডাউন তির্সা তোর্সা এক্সপ্রেসের জেনারেল কম্পার্টমেন্ট থেকে ওই দুজনকে উদ্ধার করা হয়। দুই কিশোরকে জিজ্ঞাসাবাদ করলে তারা গোয়ায় কাজ করতে যাওয়ার কথা জানায় । তবে দুই কিশোরকে যে এজেন্ট বা দালাল নিয়ে যাচ্ছিল তার হদিশ পাওয়া যায়নি । সম্ভবত সে খবর পেয়ে কাটোয়া স্টেশনের আগেই কোথাও নেমে গেছে ।’ সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের সূত্রে চক্রটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে তিনি জানান । রাতেই দুই কিশোরের পরিবারকে খবর দেয় রেলপুলিশ । আজ সোমবার দুই নাবালককে বর্ধমানে শিশু কল্যাণ কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে ।।

