দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৬ জানুয়ারী : জালনোট চক্রের এক পান্ডাকে রাজস্থানের জয়পুরে গ্রেফতারের পর ট্রানজিট রিমান্ডে নিয়ে এল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া জিআরপি । ধৃতের নাম কৈলাস চন্দ্র কাকরা । তাঁর বাড়ি হুগলির উত্তরপাড়ায় । বৃহস্পতিবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় ।
জিআরপি সূত্রে খবর, গত বছর ১৪ জুলাই গোপন সুত্র থেকে খবর পেয়ে ডাউন কামরূপ এক্সপ্রেস থেকে জাহাঙ্গীর শেখ নামে এক ব্যক্তিকে বেশ কিছু জালনোটসহ গ্রেফতার করে কাটোয়া জিআরপি । নদিয়া জেলার নাকাসিপাড়ার বাসিন্দা জাহাঙ্গীরকে জেরা করে আরও কয়েজনের নাম সামনে আসে । তাদের মধ্যে অন্যতম কৈলাস চন্দ্র কাকরা । কিন্তু জাহাঙ্গীর ধরা পড়ার পর থেকেই ভিন রাজ্যে আত্মগোপন করেছিল ওই ব্যক্তি । জিআরপি তার সন্ধান চালাচ্ছিল । শেষ পর্যন্ত গোপন সুত্র থেকে খবর পেয়ে গত সোমবার রাজস্থানের জয়পুর থেকে কাটোয়া জিআরপি পাকড়াও করে । তদন্তে রেল পুলিশ জানতে পেরেছে জালনোট কারবারের একটি বড়সড় চক্রের সঙ্গে কৈলাস যুক্ত। এই চক্রের বাকিদের সন্ধান চালাচ্ছে রেলপুলিশ ।।