দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৪ জুন : পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গির চৌধুরীকে(৩০) ফাঁসির সাজা শোনাল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা আদালত । পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানাও করা হয় । শুক্রবার এই সাজা ঘোষণা করেন কাটোয়া অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক সুকুমার সূত্রধর । দীর্ঘ প্রায় চার বছর পর অভিযুক্ত কঠোর শাস্তি পাওয়ায় খুশি শিশুর পরিবার ।
জানা গেছে,কেতুগ্রাম থানার খাসপুর গ্রামের কলাপুকুর পাড়ের বাড়ি জাহাঙ্গির চৌধুরীর । পাশাপাশি বসবাস বছর পাঁচেকের ওই শিশুটির পরিবারের । ঘটনাটি ঘটে ২০১৮ সালের ১৪ ফ্রেবুয়ারি । ওদিন সন্ধা সাড়ে ছটা নাগাদ মেয়েটিকে চানাচুর কিনে দেওয়ার অছিলায় ডেকে নিয়ে যায় জাহাঙ্গির । আর তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় শিশুটি । পরেরদিন সকাল এগারোটা নাগাদ একই পাড়ার বাসিন্দা লাল কাজি নামে এক ব্যক্তির বাড়ির পাশে ডোবা থেকে উদ্ধার হয় শিশুটির মৃতদেহ ।
জানা গেছে, পুলিশ ময়নাতদন্তের পর জানতে পারে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুন করা হয়েছিল । এদিকে তার আগেই নিহত শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গিরকে গ্রেফতার করে পুলিশ । ধৃতের বিরুদ্ধে ধর্ষণ, খুন, প্রমাণ লোপাটের চেষ্টাসহ পকসো আইনে মামলা দায়ের করা হয়েছিল । তখন থেকেই জেলে রয়েছে আসামী ।
২০১৮ সালের ১১ মে পুলিশ আদালতে মামলার চার্জশিট দাখিল করে । মোট ১৬ জনের সাক্ষ্য নেওয়া হয় । বৃহস্পতিবার জাহাঙ্গির চৌধুরীকে দোষী সব্যস্ত করে আদালত । এদিন সাজা ঘোষণা হয় । বিচারক সাজা শোনানোর আগে এজলাসে বলেন,’এটা জঘন্য থেকে জঘন্যতম অপরাধ । অপরাধী ফাঁসির সাজারই যোগ্য ।’ এদিকে সাজা ঘোষণার পর কান্নায় ভেঙে পড়ে আসামী । আসামীর বাবা সিরাজ হোসেন জানিয়েছেন,তিনি উচ্চ আদালতে যাবেন ।।