দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৬ ডিসেম্বর : বাইক চুরি ও মহিলার কাছ থেকে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ধৃত দুই দুষ্কৃতির পক্ষে আইনি লড়াইয়ে না দাঁড়ানোর জন্য আর্জি জানিয়ে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া বার আ্যসোশিয়েশনের কাছে চিঠি দিল কাটোয়া মহকুমা ল’ক্লার্কস আ্যসোশিয়েশন । সোমবার ধৃত সাদ্দাম শেখ ও ভোম্বল শেখ নামে ওই দুই দুষ্কৃতিকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়েছিল । পুলিশের আবেদনের ভিত্তিতে ধৃতদের ২ দিনের জন্য পুলিশ হেফাজত মঞ্জুর করেন । যদিও এদিন কাটোয়া আদালতের কোনও আইনজীবীই ধৃতদের পক্ষে সওয়াল করেননি । এদিকে ভোম্বলের বাড়ি থেকে একটি বাইক উদ্ধার করেছে পুলিশ । পুলিশ জানতে পেরেছে,ওই বাইকে চড়েই দুই দুষ্কৃতি সেদিন কাটোয়ায় চুরি ছিনতাই করেতে এসেছিল ।
জানা গেছে,কাটোয়ার কেশিয়া মাঠপাড়ার বাড়ি সাদ্দাম শেখের । তার সঙ্গী ভোম্বল শেখ মঙ্গলকোটের ঝিলু গ্রামের বাসিন্দা । দু’জনেই কুখ্যাত দুষ্কৃতি বলে পুলিশের খাতায় চিহ্নিত । গত শুক্রবার তারা ভোম্বলের বাড়ি থেকে উদ্ধার হওয়া নীল রঙের ওই বাইকটিতে চড়ে কাটোয়ায় অপরাধমূলক কাজকর্ম করতে এসেছিল ।
তারা প্রথমে কাটোয়া মহকুমা আদালতের ল’ক্লার্ক আব্দুল রেজ্জাক মণ্ডলের বাইকটি নিয়ে চম্পট দেয় । তার ঠিক ঘন্টা দুয়েক পর কাটোয়া শহরের বাসিন্দা এক মহিলার ব্যাগ ছিনতাই করে পালায় । সিসিটিভি ফুটেজের সুত্র ধরে পুলিশ প্রথমে তাদের চিহ্নিত করে । তারপর রবিবার বিকেলে মঙ্গলকোটের ঝিলু গ্রাম থেকে তাদের পাকড়াও করে পুলিশ ।
কাটোয়া মহকুমা ল’ক্লার্কস আ্যসোশিয়েশনের সহ সম্পাদক অলিউল্লা শেখ বলেন,’কতটা বেপরোয়া হলে এভাবে দিনে দুপুরে চুরি ছিনতাই করা যায়, তার প্রকৃষ্ট প্রমান ওই দুই দুষ্কৃতি । ওরা জামিন পেলে ফের অপরাধমূলক কাজকর্ম শুরু করে দেবে । সমাজের সকল মানুষই ওই দুষ্কৃতিদের জন্য নিরাপত্তাহীনতায় ভুগবেন । ওই সমস্ত দুষ্কৃতিদের জেলে থাকাই সমাজের পক্ষে মঙ্গল । তাই আমরা কাটোয়া বার আ্যসোশিয়েশনের কাছে আবেদন জানিয়েছি যাতে কোনও আইনজীবী তাদের জামিনের আবেদন না করেন বা বণ্ড না দেন ।’।