এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২২ ডিসেম্বর : নতুন স্করপিও গাড়ি কিনে ভরা বাজারে গাড়ি চালানো শিখতে গিয়ে সোজা তেলেভাজার দোকানে ঢুকিয়ে দিলেন এক বধূ । উনানে তখন কচুরি, সিঙারা ভাজছিলেন দোকানের একজন কর্মচারী ৷ দু’একজন খরিদ্দারও ছিল । কড়াই ভর্তি গরম তেল উলটে গায়ে পড়ে গিয়ে দগ্ধ হলেন কর্মচারী নীলকুমার দাস(২২) ও দীপ হাজরা (১৫) নামে একজন কিশোর খরিদ্দার । আজ রবিবার দুপুর নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে কাটোয়া বাসস্ট্যান্ডের সামনে । দোকানমালিক বামা ঘোষ জানিয়েছেন দুজন জখম হওয়ার পাশাপাশি দোকানে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । পুলিশ গাড়িটিকে আটক করেছে । পাশাপাশি সুনির্দিষ্ট ধারায় মামলা রজু করেছে পুলিশ ।
জানা গেছে,কাটোয়া শহরের সার্কাস ময়দান এলাকার বাসিন্দা পেশায় ব্যবসায়ী জয়ন্ত বিশ্বাসের স্ত্রী রিমি বিশ্বাস এই কান্ড ঘটিয়েছেন । রিমিদেবী একটি বুটিকের দোকান চালান। গত শনিবার ওই নতুন স্করপিও গাড়িটি কিনেছিলেন জয়ন্তবাবু । আজ রবিবার ব্যবসা বন্ধ থাকায় দুপুরে গাড়িটি নিয়ে স্ত্রী,এক মেয়েকে নিয়ে বেড়াতে বেড়িয়েছিলেন । পারিবারিক গাড়িচালকই চালাচ্ছিলেন গাড়িটা ৷ বাড়ি থেকে বের হয়ে প্রথমে বর্ধমান-কাটোয়া রাজ্যসড়কের ধারে একটি পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরতে নিয়ে যান চালক । কিন্তু পেট্রোল ভরার পর নিজেই স্টিয়ারিং-এর সামনে বসে পড়েন রিমিদেবী ৷ পিছনের আসনে ছিলেন স্বামী ও কন্য । পাশে বসে রিমিদেবীকে গাড়ি চালানোর প্রশিক্ষণ দিচ্ছিলেন চালক ।
জানা গেছে,বর্ধমান-কাটোয়া রোড ধরে আধ কিলোমিটার আসার পর ডাইনে বাঁক নিয়ে গাড়িটি যখন এসটিকেকে রোড ওঠে তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন রিমিদেবী। চালক কিছু বুঝে ওঠার আগেই রিমিদেবী ওই গাড়ি নিয়ে সটান ঢুকে পড়েন সড়কপথের ধারে মিষ্টির দোকানে । তখন মিষ্টির দোকানের সামনে গ্যাসের উপর চাপানো বড় লোহার কড়াইয়ে কচুরি, সিঙারা ভাজছিলেন দোকানের কর্মচারী নীলকুমার দাস । সেই সময় গাঁফুলিয়া গ্রামের বাসিন্দা কিশোর দীপ হাজরা কচুরি কিনতে এসেছিল। গাড়ির ধাক্কায় গরম তেলের কড়াই উলটে তেল ছিটকে নীলকুমার ও কিশোর গগ্ধ হয় । তাদের হাসপাতালের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় । এদিকে দোকানের অনেক মালপত্র মিষ্টি লণ্ডভণ্ড হয়ে যায় । পরে খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ গিয়ে গাড়িটা আটক করে।।