এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৯ জানুয়ারী : গ্রাম্য দেবতার পুজো উপলক্ষ্যে টানা চারদিন ধরে দুই পাড়ার ডিজে বাজানোর প্রতিযোগিতা চলছিল । ফলে অতিষ্ঠ হয়ে পড়েছিল বাকি বাসিন্দারা । এই শব্দদানবের হাত থেকে নিস্তার পেতে পুলিশকে ফোন করে সাহায্য প্রার্থনা করেন জনৈক এক গ্রামবাসী । অভিযোগ পেতেই পুলিশ এসে ডিজে বন্ধ করে দেয় । আর সেই আক্রোশে ওই ব্যক্তির বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল ডিজে ভাড়া করে আনা দুই পাড়ার বাসিন্দাদের বিরুদ্ধে । শনিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার গাঁফুলিয়া গ্রামে। আক্রান্ত ব্যক্তি হারাধন মুখোপাধ্যায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে । ধৃতরা হল কার্তিক সর্দার, মিঠুন মাজি,অনুপ মাজি, সুকুমার সর্দার,নিতাই সর্দার, নকুল দলুই,মিলন মাজি এবং রাজু মাজি । আজ রবিবার তাদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হয় । তাদের মধ্যে মিলন মাজিকে ২ দিনের জন্য পুলিশ হেফাজত এবং বাকিদের সাতদিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ।
জানা গেছে, প্রতিবারের মত এবারেও গাঁফুলিয়া গ্রামে ধুমধাম করে পঞ্চানন পুজোর আয়োজন করা হয়েছিল । গত বুধবার গ্রাম্যদেবতার বাৎসরিক পুজো হয় । পুজো উপলক্ষে দুই পাড়ায় পেল্লাই পেল্লাই বক্স এনে গান বাজানো শুরু হয় । কিন্তু মূল পূজোর ৪ দিন অতিবাহিত হলেও দুই পাড়ার মধ্যে ডিজে বাজানোর প্রতিযোগিতা আর বন্ধ হয়নি । এদিকে জিজের পিলে চমকানো শব্দে ত্রাহিমাম অবস্থা হয়ে যায় দুই পাড়ার বাকি বাসিন্দাদের । অভিযোগকারী হারাধন মুখোপাধ্যায়ের কথায়,’ডিজের শব্দে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম । তাই বাধ্য হয়ে কাটোয়া থানায় ফোন করে এই শব্দদানবের হাত থেকে উদ্ধার করার আবেদন জানিয়েছিলাম । পুলিশ এসে ডিজে বন্ধ করে দিয়ে যায় । কিন্তু পুলিশ চলে যেতেই আমার বাড়িতে হামলা হয় ।’।