এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,০৯ জুলাই : মঙ্গলবার জম্মু বার অ্যাসোসিয়েশনের হিন্দু ও শিখ আইনজীবীরা কাঠুয়ায় সেনার গাড়িতে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে এখানে একটি প্রতিবাদ সভা করেছেন এবং এটিকে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের কাপুরুষতার কাজ বলে অভিহিত করেছেন। সোমবার জম্মু-কাশ্মীরের কাঠুয়ার প্রত্যন্ত মাচেদি এলাকায় সেনার একটি টহলদারী গাড়িতে ভারী অস্ত্রধারী সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালালে একজন জুনিয়র কমিশনড অফিসার সহ পাঁচজন সেনা সদস্য শহীদ হন এবং আরও অনেকে আহত হন।
জম্মু বার অ্যাসোসিয়েশনের হিন্দু আইনজীবীরা পাকিস্তান বিরোধী স্লোগান তোলেন এবং “ভারত মাতা কি জয়” স্লোগান দিয়ে জম্মু বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সিনিয়র অ্যাডভোকেট বিক্রম শর্মার নেতৃত্বে আইনজীবীরা হাইকোর্ট কমপ্লেক্সে একটি প্রতিবাদ সমাবেশ করেছিলেন আজ । তারা জাতির জন্য জীবন উৎসর্গকারী বীর সেনা সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানান।
বিক্রম শর্মার সাংবাদিকদের বলেন, প্রথমতঃ আমরা এখানে সেনা সদস্যদের শ্রদ্ধা জানাতে এসেছি যারা জাতির জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন। আমরা তাদের পরিবারের পাশে আছি। আমরা দেশকে রক্ষা করার জন্য এই সাহসীদের জন্য আমাদের জীবন দিতে প্রস্তুত ।’ তিনি কাঠুয়া সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন,এটি পাকিস্তান-সমর্থিত সন্ত্রাসীদের কাপুরুষচিত কাজ। পাকিস্তান জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা করে চলেছে। পাকিস্তান যখন সরাসরি ভারতের মুখোমুখি হতে ব্যর্থ হয় তখন সন্ত্রাসীদের মাধ্যমে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা চালায়। তারা জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা করে চলেছে । তিনি বলেন,পাকিস্তানকে জবাবদিহি করতে হবে,তারা কেন জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদে মদদ দিয়ে আসছে।
এক মাসের মধ্যে এটি ছিল জম্মু অঞ্চলে পঞ্চম সন্ত্রাসী হামলা । দুই দশক আগে নির্মূল হওয়ার পর পুনরায় ইসলামি সন্ত্রাসবাদ আবির্ভূত হয়েছে জম্মু-কাশ্মীরে । আর জম্মু-কাশ্মীরের একাংশের মানুষ পাকিস্তানি সন্ত্রাসীদের মদত জুগিয়ে চলছে এবং সন্ত্রাসী সংগঠনগুলিতে যুক্ত হয়ে নিজের এলাকাতেই নাশকতা চালাচ্ছে ।।