এইদিন ওয়েবডেস্ক,জম্মু ও কাশ্মীর,১৬ আগস্ট : জম্মু-কাশ্মীরে ফের টার্গেট কিলিং-এর ঘটনা ঘটল । মঙ্গলবার শোপিয়ানের চোটিপোরায় আপেল বাগান লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা । গুলিতে নিহত হয়েছেন একজন কাশ্মীরি পণ্ডিত । জানা গেছে,নিহতের নাম সুনীল কুমার ভট্ট । গুলি লেগে গুরুতর আহত হয়েছেন সুনীল কুমারের ভাই পিন্টু কুমার । ঘটনার পর পর পুলিশ ও নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে রেখে সন্ত্রাসবাদীদের সন্ধানে তল্লাশি অভিযান চালাচ্ছে ।
প্রসঙ্গত,সোমবার স্বাধীনতা দিবসের দিন জম্মু ও কাশ্মীরে পর পর দুটি গ্রেনেড হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা । প্রথম হামলাটি বুদগাম জেলার চাদুরায় একটি সংখ্যালঘু বসতিতে চালানো হয়েছিল । দ্বিতীয় হামলাটি হয় শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে । এই হামলার একজন সাধারণ নাগরিকসহ ২ জন আহত হয়েছে । এর আগে গত শুক্রবার বান্দিপোরা জেলায় সন্ত্রাসীদের হাতে খুন হয়েছিল আমরেজ নামে বিহারের এক শ্রমিক । এছাড়া পুলওয়ামার গাদুরা গ্রামে মোহাম্মদ মমতাজ নামে এক পরিযায়ী শ্রমিককে হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা । নিহত মমতাজও বিহারের বাসিন্দা ।।