এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,৩১ মে :
সরকারি কর্মী রাহুল ভাটকে হত্যার তিন সপ্তাহ পর
ফের কাশ্মীরী হিন্দুদের নিশানা করল ইসলামি সন্ত্রাসবাদীরা । মঙ্গলবার সন্ত্রাসবাদীদের গুলিতে প্রাণ হারালেন দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার গোপালপোরা এলাকার সরকারি স্কুলের শিক্ষক রজনি বালা নামে এক হিন্দু মহিলা । জানা গেছে, নিহত স্কুল শিক্ষকা জম্মুর সাম্বায় বসবাস করতেন । রোজ ১০ কিমি রাস্তা পেড়িয়ে তাঁকে স্কুলে যেতে হত । কিন্তু এদিন তিনি টার্গেট কিলিংয়ের শিকার হলেন ।
পুলিশ জানিয়েছে,সন্ত্রাসবাদীরা স্কুলে ঢুকে শিক্ষিকাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় । গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । চলতি মাসেই মুসলিম সন্ত্রাসবাদীদের গুলিতে উপত্যকায় ৭ জন মানুষ প্রাণ হারালেন ।
এদিকে অভিবাসী মহিলা শিক্ষককে হত্যাকাণ্ডের প্রতিবাদে পথে নেমে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় হিন্দুরা । তাঁরা যথোপযুক্ত নিরাপত্তার দাবিতে তুমুল বিক্ষোভ দেখান । আততায়ীদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী ।।