এইদিন স্পোর্টস নিউজ,২৪ আগস্ট : সড়ক দুর্ঘটনায় মারা গেছেন জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার ফরিদ হুসেন ওরফে ফরিদ খান । জানা গেছে যে তিনি বাইক চালানোর সময় একটা চারচাকা গাড়ির কাছে এলে গাড়িটির দরজা হঠাৎ খুলে ফেলা হলে সংঘর্ষ ঘটে এবং তিনি ছিটকে পড়ে যান এবং পরে তার মৃত্যু হয় ।
সূত্রের খবর,পুঞ্চের বাসিন্দা ফরিদ খান কাজের উদ্দেশ্যে২০ আগস্ট বাইকে চড়ে যাচ্ছিলেন।।একই রাস্তার বাম পাশে পার্ক করা একটি গাড়িতে থাকা একজন লোক হঠাৎ দরজা খুলে দেয়। এই সময় ফারিকের বাইকটি তার গাড়ির দরজায় ধাক্কা দেয় এবং তিনি পড়ে যান । সংঘর্ষের ফলে ফরিদ হুসেন রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ক্রিকেটারের সাহায্যে ছুটে আসেন, তবে জানা গেছে যে গুরুতর আঘাতের কারণে ফরিদ হুসেনের মৃত্যু হয়েছে।এখন, ফরিদ হুসেনের দুর্ঘটনাস্থলের সিসিটিভি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং জম্মু ও কাশ্মীরের ক্রিকেটার সহ অনেকেই ফরিদ হুসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।।