এইদিন ওয়েবডেস্ক,চেন্নাই,১২ জানুয়ারী : প্রাচীন দূর্গামূর্তি পাচারের চেষ্টার অভিযোগে চেন্নাইয়ে বসবাসকারী এক কাশ্মীরি ব্যাবসায়ীকে গ্রেফতার করল তামিলনাড়ু পুলিশের আইডল উইং । পুলিশ জানায়, ধৃতের নাম জাভেদ শাহ । ধৃত ব্যক্তি চেন্নাইয়ের উপকণ্ঠে মামাল্লাপুরমে পর্যটন কেন্দ্রে বসবাস করছিলেন । সেখানে একটি ব্যক্তিগত রিসোর্টে ‘ইন্ডিয়ান কটেজ এম্পোরিয়াম’ নামে একটি দোকান চালাচ্ছিলেন ।
পুলিশ সুত্রে খবর,গোপন সুত্র থেকে পুলিশের কাছে খবর আসে একটি প্রাচীন ‘স্ট্যান্ডিং পার্বতী’ মূর্তি আন্তর্জাতিক বাজারে বিক্রির চেষ্টা চলছে । এরপর তামিলনাড়ুর ডিজিপি সিলেন্দ্র বাবুর নির্দেশে গত বছর ২৪ ডিসেম্বর জাভেদের দোকানে তল্লাশি চালানো হয়েছিল । পুলিশ পার্বতী মূর্তি খুঁজে না পেলেও তাঁরা ১১ টি ধাতব মূর্তি বাজেয়াপ্ত করেছিল । যার মধ্যে গণেশ ও কৃষ্ণের মূর্তিসহ ৮ মূর্তি ছিল শতাব্দী প্রাচীন । অবশেষে, মঙ্গলবার দেবী পার্বতীর মূর্তিসহ জাভেদকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ । উদ্ধার হওয়া মূর্তিগুলির আনুমানিক মূল্য ২৮০০ কোটি টাকা বলে জানিয়েছেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাথে যুক্ত বিশেষজ্ঞ শ্রীধরন । বুধবার ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানাবে পুলিশ । পুলিশ জানিয়েছে, মূর্তিগুলি কোন মন্দির থেকে চুরি করে আনা হয়েছে তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে ।।