এইদিন বিনোদন ডেস্ক,০৯ ডিসেম্বর : আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা ২’ সারা বিশ্বে ব্যাপক সাড়া পেয়েছে । এই কারণেই ছবিটি মাত্র চার দিনে বিশ্বব্যাপী প্রায় ৮০০ কোটি টাকা আয় করেছে। আল্লু অর্জুনের চরিত্র পুষ্পাকেও দর্শকরা পছন্দ করছে । এর সাথে ফাহাদ ফাসিলের ভূমিকায় ভানওয়ার সিং শেখাওয়াতও নজর কেড়েছে । ফাহাদের এই চরিত্রের জন্যই এখন নির্মাতাদেরও হুমকি দেওয়া হয়েছে কর্নি সেনার তরফ থেকে । কর্নি সেনার রাজ শেখাওয়াত তার এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে বলা হয়েছে ‘পুষ্পা ২’- এর নির্মাতারা শেখাওয়াত সম্প্রদায় এবং ক্ষত্রিয়দের অপমান করেছেন। এই ভিডিওতে রাজ বলেছেন,সম্প্রতি ‘পুষ্পা ২’ নামে একটি ছবি বেরিয়েছে। এই ছবিতে আরও একবার ক্ষত্রিয় সম্প্রদায়কে চরমভাবে অপমান করা হয়েছে। ক্ষত্রিয় সম্প্রদায়ের অন্তর্গত শেখাওয়াত জাতিকে নিম্ন স্তরে চিত্রিত করা হয়েছিল। মত প্রকাশের স্বাধীনতার নামে এই ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা বছরের পর বছর ধরে ক্ষত্রিয়দের অপমান করে আসছে। চলচ্চিত্র প্রযোজকদের উচিত এটি মনোযোগ সহকারে শোনা এবং যত তাড়াতাড়ি সম্ভব শেখাওয়াত শব্দটি সরিয়ে ফেলা উচিত। অন্যথায় কর্ণি সেনা ঘরে ঢুকে বাড়িঘরে হামলা করবে এবং প্রয়োজনে যে কোনো প্রান্তে যাবে এই কর্ণী সেনা।’
তবে রাজ শেখাওয়াতের এই পোস্টে অনেকেই তার কথাকে অর্থহীন বলেছেন। তারা বলেন, এ ধরনের কথা বলে রাজ শেখাওয়াত নিজেকে নিয়ে মজা করছেন। কেউ কেউ এমনও বলেছেন, এভাবে দেখলে কোনো ছবিই তৈরি হবে না। কেউ কেউ বলেন, এ সবই ফালতু বাজে কথা। শুধু মনোযোগ আকর্ষণের একটি উপায় ।
তবে, এই প্রথম নয় যে কোনও ছবিতে আপত্তি প্রকাশ করল করনি সেনা। এর আগে ‘পদ্মাবত’, ‘যোধা আকবর’, ‘লক্ষ্মী’, ‘মর্নিকর্ণিকা’, সলমন খানের ‘বীর’ এবং ‘তান্ডব’-এর মতো ওয়েব সিরিজ নিয়ে নানা ধরনের বিবৃতি ও হুমকি দিয়ে আসছে কর্নি সেনা। তবে কিছু ক্ষেত্রে নির্মাতাদের তাদের ছবিতে কিছু পরিবর্তন আনতে হয়েছে। যেমন ‘পদ্মাবত’-এর নাম পরিবর্তন করা হয়েছিল। অক্ষয়ের ছবি ‘লক্ষ্মী’তেও কিছু পরিবর্তন আনতে হয়েছে। এদিকে ‘পুষ্পা ২’ ছবিটি চার দিনে প্রচুর আয় করেছে। এটি আগের অনেক বড় ছবির রেকর্ড ভেঙে দিয়েছে। ছবিটি এভাবে আয় করতে থাকলে শীঘ্রই এটি ১০০০ কোটির ক্লাবে যোগ দিতে পারে।।