এইদিন ওয়েবডেস্ক,কর্ণাটক,১৭ মে : বজরং দলকে ইসলামি কট্টরপন্থী সংগঠনগুলির সঙ্গে তুলনা করে নিষিদ্ধ করার বিষয়ে নিজেদের নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দিয়ে রেখেছে কংগ্রেস । এতে তারা উপকৃতও হয়েছে । কারন কর্ণাটকের মুসলিম ভোটার এককাট্টা হয়ে ভোট দিয়েছে কংগ্রেসকে । রাজ্যের মোট মুসলিম ভোটব্যাঙ্কের ৮২ শতাংশই নিজেদের দখলে রেখেছে রাহুল গাঁধীদের দল । এবারে ৫ জন মুসলিম বিধায়ককে ক্যাবিনেটে আনার দাবি তুলছে কর্ণাটক ওয়াকফ বোর্ড । তাদের দাবি,কর্ণাটকের একজন মুসলিম সম্প্রদায়ের নেতাকে উপমুখ্যমন্ত্রী করতে হবে । এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী, রাজস্ব, স্বাস্থ্যসিহ অন্যান্য ৫ টি বিশেষ দফতরের দায়িত্ব মুসলিম বিধায়কদের হাতে তুলে দিতে হবে বলে দাবি তুলেছেন কর্ণাটকের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শফি সাদি ।
বেঙ্গালুরুর বাসিন্দা মনোজ কুমার নামে এক ব্যক্তি বিষয়টি প্রকাশ্যে এনে মন্তব্য করেছেন,’এখানে জেনে রাখা গুরুত্বপূর্ণ যে কর্ণাটকে কংগ্রেস থেকে মুসলিম সম্প্রদায়ের মোট ৯ জন বিধায়ক নির্বাচিত হয়েছেন । তারা দাবি করেছে যে তাদের সম্প্রদায় ৭০ জন বিধায়ককে জয়ী করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তাই তারা “উপ- মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ 5টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়” পাওয়ার অধিকারী ।’
তিনি টুইট করেছেন,’বন্ধুরা, আমরা নই, কর্ণাটকের “ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শফি সাদি” বলেছেন ।এবার নিজেরাই বুঝে নিন, যেদিন তারা সংখ্যাগরিষ্ঠ হবেন, তখন কী দাবি রাখবেন, জ্ঞানীদের জন্য একটা ইঙ্গিতই যথেষ্ট, নইলে আল্লাহই মালিক ।’ পরিশেষে তিনি লেখেন,যাইহোক,পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের এই টুইটটিও চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট, অবশ্যই দেখুন ।’।