এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৮ মে : কর্ণাটক ‘বিধানসভা নির্বাচনের ফলাফল লোকসভা নির্বাচনে প্রভাব ফেলবে না,কংগ্রেস কর্ণাটক জিতেছে মানে এই নয় যে তারা ২০২৪-এর লোকসভা নির্বাচনেও জিতবে’-বলেছেন রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোর । তিনি ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় কর্ণাটক জয় নিয়ে আত্মতুষ্টিতে না ভোগার জন্য কংগ্রেস এবং তার সহযোগী দলগুলিকে সতর্কও করে দিয়েছেন । তিনি বলেন,’কংগ্রেস ২০১৩ সালের কর্ণাটক নির্বাচনে জয়লাভ করলেও, ২০১৪ সালের সংসদীয় নির্বাচনে বিজেপির কাছে হেরেছিল । এই পুরোনো দলটি এক বছর আগে তিনটি বড় রাজ্য জয়ের পরে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে হেরেছিল ।’
প্রশান্ত কিশোর বলেন,’কর্ণাটকে কংগ্রেসের সাফল্যের জন্য আমি তাদের অভিনন্দন জানাই। কিন্তু আমি দলের নেতাদের এবং কর্মীদের সতর্ক করতে চাই যে লোকসভা নির্বাচনে যেন কর্ণাটক জয় নিয়ে আত্মতুষ্টিতে না ভোগে । কর্ণাটকের সাফল্যকে তারা যদি লোকসভার ইঙ্গিত বলে ধরে নেয় তাহলে ভুল করবে ।’
তিনি অতীতের কিছু দৃষ্টান্ত তুলে ধরে বলেন,’স্মরণ করা যেতে পারে যে ২০১২ সালে সমাজবাদী পার্টি উত্তর প্রদেশে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল । তার দুই বছর পরে লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট রাজ্যের ৮০ টি আসনের মধ্যে ৭৩ টিতে জিতেছে ।’ একইভাবে তিনি ২০১৩ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনের কথা তুলে ধরে বলেন,’যেখানে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতেছিল কিন্তু লোকসভা নির্বাচনে বিজেপির কাছে শোচনীয়ভাবে হেরেছিল ।’
পাশাপাশি তিনি বলেন,’কংগ্রেস ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়ে জিতেছিল, কিন্তু ঠিক তার চার মাস পর ২০১৯ সালে ওই চার রাজ্যেই কংগ্রেস খাতা পর্যন্ত খুলতে পারেনি ।’ তিনি কংগ্রেসের নেতা ও কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘প্রতিটি নির্বাচনই আলাদা, ভাই । পশ্চিমবঙ্গে জিতেছে,ওটা বাংলার নির্বাচন ছিল । উত্তরপ্রদেশে বিজেপি জিতেছে,ওটা উত্তরপ্রদেশের নির্বাচন ছিল। সম্প্রতি কর্ণাটকে যে নির্বাচন হল, সেটা শুধু কর্ণাটকের মধ্যেই সীমাবদ্ধ । যারা জিতেছে তাদের অভিনন্দন । কিন্তু কংগ্রেসকে আমি অযাচিতভাবে একটা পরামর্শ দিতে চাই যে কর্ণাটক নিয়ে বেশি উৎসাহিত হবেন না, প্রতিটি নির্বাচনেই আলাদা লড়াই লড়তে হয় ।’
আইপ্যাক(IPAC)-এর প্রতিষ্ঠাতা ৪৫ বছর বয়সী প্রশান্ত কিশোর নরেন্দ্র মোদি, নীতীশ কুমার, অরবিন্দ কেজরিওয়াল, এম কে স্ট্যালিন এবং জগনমোহন রেড্ডির মতো বিভিন্ন নেতাদের নির্বাচনী প্রচারণা পরিচালনা করেছেন । দিন দুয়েক আগে, প্রশান্ত কিশোর নিজ রাজ্য বিহার জুড়ে ‘জন স্বরাজ’-ব্যানারে পদযাত্রা করার সময় পেশীতে চোট পেয়েছিলেন । তারপর থেকে তিনি অজ্ঞাত স্থানে গিয়ে বিশ্রাম নেন । সুস্থ হয়ে উঠে ফের রাজনৈতিক প্রচারণা শুরু করেছেন ।।