এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,০৩ ডিসেম্বর : বয়স নিয়ে মিথ্যা তথ্য দেওয়ায় শাটলার লক্ষ্য সেনের বিরুদ্ধে মামলা দায়ের করল কর্নাটক পুলিশ । বেঙ্গালুরুর হাই গ্রাউন্ডস পুলিশের পক্ষ থেকে দায়ের করা এফআইআরে লক্ষ্য সেনের বাবা ব্যাডমিন্টন কোচ ধীরেন্দ্র কুমার সেন, ব্যাডমিন্টন খেলোয়াড় মা নির্মলা সেন,ভাই চিরাগ সেন এবং কোচ সুবিমল কুমারের নাম রয়েছে । তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা), ৪৬৮ (প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি), এবং ৪৭১ প্রভৃতি ধারায় মামলা রজু করেছে পুলিশ ।
কর্নাটকের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি মাগাদি রোডের মুদ্দানাপলির বাসিন্দা নাগরাজা এমজি নামে এক ব্যক্তি শাটলার লক্ষ্য সেনের বিরুদ্ধে বয়স জালিয়াতির অভিযোগে বেঙ্গালুরুর মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের (এসিএমএম) আদালতে একটি মামলা রজু করেন । তাঁর অভিযোগ,ধীরেন্দ্র কুমার সেন এবং নির্মলা সেন তাদের দুই ছেলের জন্মের শংসাপত্র জাল করেছেন । কর্ণাটক ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এবং প্রকাশ পাড়ুকোন ব্যাডমিন্টন একাডেমির ব্যাডমিন্টন প্রশিক্ষক সুবিমল কুমারের সহযোগিতায় তিনি তার সন্তানদের ব্যাডমিন্টন টুর্নামেন্টে খেলার সুযোগ করে দিয়েছিলেন । লক্ষ্য সেনের ২০০১ সালে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তার জন্মের প্রকৃত বছর ১৯৯৮ সাল বলে তিনি দাবি করেন ।
তাঁর অভিযোগ,অথচ এতদিন ধরে বয়সে ছোট খেলোয়াড়দের সাথে প্রতিযোগিতা করে এসেছে লক্ষ্য সেন । অনেক টুর্নামেন্ট জিতেছে,সরকারের কাছ থেকে বিভিন্ন সুবিধা পেয়েছে এবং অন্যান্য প্রতিভাবান শিশু ও খেলোয়াড়দের সাথে প্রতারণা করেছে । উল্লেখ্য,লক্ষ্য সেন সম্প্রতি যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস ২০২২-এ স্বর্ণ সহ অনেক টুর্নামেন্টে পদক জিতেছেন । সম্প্রতি তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর হাত থেকে অর্জুন পুরস্কারও নিয়েছেন ।।