এইদিন ওয়েবডেস্ক,নয়ডা,২০ জুন : রাহুল গান্ধীকে নিয়ে ভিডিও করার অপরাধে কর্ণাটকের পুলিশ হানা দিল সাংবাদিকদের বাড়িতে । সাদা পোশাকে আসা কর্ণাটকের পুলিশের বাড়ির বাইরে সন্দেহজনক গতিবিধি দেখে স্থানীয় থানায় ফোন করেন সাংবাদিকদের স্ত্রী । এরপর উত্তরপ্রদেশের পুলিশ ঘটনাস্থলে এসে সাংবাদিক ও কর্ণাটকের পুলিশের মাঝে দাঁড়িতে গেলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে । উত্তরপ্রদেশের নয়ডায় সাংবাদিক অজিত ভারতীর বাসভবনে প্রায় দিনভর চলে এই নাটক । এরপর কর্ণাটক পুলিশের তিন কর্মীকে তাদের সাথে নিয়ে যায় নয়ডার পুলিশ ৷ কর্ণাটক পুলিশ কর্মীরা সম্প্রতি অজিত ভারতীর বিরুদ্ধে নথিভুক্ত করা মামলায় তাকে নোটিশও দিয়েছে। বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড পুলিশ স্টেশন থেকে এই নোটিশ জারি করা হয়েছে।নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে কর্ণাটক পুলিশ অজিত ভারতীকে হাই গ্রাউন্ড থানায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
প্রসঙ্গত,অজিত ভারতী একজন জাতীয়তাবাদী সাংবাদিক বলে পরিচিত । কিছুদিন আগে রাহুল গান্ধীকে নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলেন তিনি। সেই অপরাধে তার বিরুদ্ধে সমাজে ঘৃণা ও শত্রুতা বাড়ানোর অভিযোগ তোলে কর্ণাটকের কংগ্রেস সরকার । সাংবাদিকের বিরুদ্ধে বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় গত ১৫ জুন একটা এফআইআর রজু করা হয় ।
এই এফআইআর দায়ের করেন কর্ণাটকের কংগ্রেস কমিটির লিগ্যাল সেল সেক্রেটারি বেকে বোপান্না। এফআইআর নথিভুক্ত করার সময় তিনি দাবি করেন যে অজিত ভারতী গত ১৩ জুন,রাহুল গান্ধী সম্পর্কে একটি মিথ্যা ভিডিও করেছিলেন । যদিও সংবাদ মাধ্যম ও বাক স্বাধীনতার পক্ষে সওয়াল করা কংগ্রেসের এই প্রকার মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ।।