এইদিন ওয়েবডেস্ক,ইয়াদাগিরি(কর্ণাটক),০৯ আগস্ট : নবির অপমানকারীকে শিরোচ্ছেদের হুমকি দিয়ে গ্রেফতার হল কর্ণাটকের ইয়াদগিরির এক মুসলিম যুবক । বছর তেইশের ওই যুবকের নাম আকবর সৈয়দ বাহাদুর আলী । তার বাড়ি কর্ণাটকের ইয়াদগিরি জেলার আশানালা গ্রামে । সোশ্যাল মিডিয়া ইনফ্লয়েন্সার বলে দাবি করা ওই যুবককে নিজের ইনস্ট্রাগ্রামে ভিডিও পোস্ট করে এই হুমকি দিতে দেখা যায় । আকবর আলীর পাশাপাশি তার সহযোগী ইয়াদগিরির পার্শ্ববর্তী হাট্টিকুনি ক্রসের বাসিন্দা ২১ বছর বয়সী মোহাম্মদ আয়াজকেও গ্রেফতার করেছে ইয়াদাগিরি গ্রামীণ পুলিশ । ধৃতদের বিরুদ্ধে ১৫৩ ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।
ভাইরাল ভিডিওতে আকবর সৈয়দ বাহাদুর আলী হুঁশিয়ারি দেয় যে যারা নবী মোহাম্মদকে অসম্মান করেছিল তাদের শিরশ্ছেদ করা হবে । এদিকে ওই মুসলিম যুবকের এই প্রকার বিদ্বেষপূর্ণ বার্তার পর হিন্দু সংগঠনগুলি অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ জানায় । হিন্দু জনজাগরিতি সমিতির স্থানীয় নেতা মোহন গৌড়াও আলীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আহ্বান জানিয়েছিলেন । এরপর নড়েচড়ে বসে পুলিশ । শেষ পর্যন্ত শিরোচ্ছেদের হুমকি দেওয়া ওই যুবক ও তার সঙ্গীকে পুলিশ গ্রেফতার করে ।।