এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১৩ অক্টোবর : কর্ণাটকের হিজাব নিষিদ্ধ মামলায় পৃথক রায় দিলেন সুপ্রীম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ ।বিচারপতি হেমন্ত গুপ্ত আপিল খারিজ করলেও সুধাংশু ধুলিয়া হাইকোর্টের রায় বাতিল করে দেন । গত ১৫ মার্চ কর্ণাটক হাইকোর্ট কর্ণাটকের উডুপির গভর্নমেন্ট প্রি-ইউনিভার্সিটি গার্লস কলেজের মুসলিম ছাত্রীদের একটি অংশের দ্বারা শ্রেণীকক্ষের অভ্যন্তরে হিজাব পরার অনুমতি চেয়ে দায়ের করা পিটিশন খারিজ করে দেয় । আদালত রায় দেয় যে এটি অপরিহার্য ধর্মীয় অনুশীলনের অংশ নয় । কর্ণাটক সরকারকে অভিন্ন আদেশ কার্যকর করার ক্ষমতা দিয়েছিল আদালত । পরে কর্ণাটক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রীম কোর্টে আপিল করা হয়েছিল ।
বৃহস্পতিবার বিচারপতি হেমন্ত গুপ্ত কর্ণাটক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দায়ের করা সমস্ত আপিল খারিজ করে দিয়েছেন । অন্যদিকে বিচারপতি সুধাংশু ধুলিয়া বেঞ্চের সিনিয়র বিচারপতির থেকে ভিন্নমত পোষণ করেন এবং সমস্ত আপিলের অনুমতি দেন । বিচারপতি ধুলিয়া বলেছিলেন যে হিজাব পরা একটি মুসলিম মেয়ের পছন্দের বিষয় এবং এর বিরুদ্ধে কোনও বিধিনিষেধ থাকতে পারে না ।
হিন্দু পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বরুন সিনহা জানিয়েছেন, সুপ্রিম কোর্টের বিভক্ত রায়ের পরিপ্রেক্ষিতে কর্ণাটক হাইকোর্টের আদেশ অন্তর্বর্তী সময়ে প্রযোজ্য থাকবে । অন্যদিকে আবেদনকারী পক্ষের আইনজীবী এজাজ মকবুল জানিয়েছেন, আদেশে আদেশের অপারেটিভ অংশে বলা হয়েছে যে বিষয়টি একটি বৃহত্তর বেঞ্চ বা অন্য বেঞ্চ গঠনের জন্য ভারতের প্রধান বিচারপতির সামনে রাখতে হবে । এদিকে সুপ্রীম কোর্টের দুই বিচারপতির ভিন্ন রায়ের পরিপ্রেক্ষিতে উডুপিতে কড়া নজরদারি শুরু করেছে পুলিশ । সংবাদ সংস্থা এএনআইকে উডুপির পুলিশ সুপার অক্ষয় হাকে(Akshay Hakay) জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে । সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে এলাকায় পুলিশ টহল দিচ্ছে । কোনো ভাবেই যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত না হয় সেই কারনে সোশ্যাল মিডিয়ার উপর নজর রাখা হচ্ছে ৷।