এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১৩ মে: ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফলের কাউন্টডাউন শুরু হয়ে গেছে । আজ শনিবার সকাল ৭ টায় স্ট্রংরুম খোলা হয় । ভোটগননা শুরু হয় ৮ থেকে । প্রাথমিক পর্বের গননায় । বিজেপি ১০টি আসনে এগিয়ে আছে । কংগ্রেস ৮০,জেডিএস ৩৭ এবং অনান্য ১ টি আসনে এগিয়ে আছে । ক্ষমতাসীন বিজেপি আত্মবিশ্বাসী যে তারা স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে । অন্যদিকে ভোট পরবর্তী সমীক্ষা দেখে কংগ্রেস দাবি করছে তারাই পাবে নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা ।
তবে কয়েকটি বাদে অধিকাংশ ভোট পরবর্তী সমীক্ষার ফলাফল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনাকে অস্বীকার করেছে । তাই ২০১৮ সালের নির্বাচনের মতো ফের অস্থিতিশীল অবস্থা তৈরি হতে পারে কিনা তা নিয়েও আলোচনা চলছে রাজ্যে। এই কারণে রাজ্যে কিংমেকার হওয়ার স্বপ্ন দেখছে জেডিএস । তারা অপেক্ষা ও দেখার কৌশল অবলম্বন করেছে । তবে কুমারস্বামী জোটের জন্য উভয় দলকে খোলা আমন্ত্রণ জানিয়েছেন । এখন সারা দেশে আলোচনার প্রধান বিষয় কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল, যা দক্ষিণ ভারতে বিজেপির জন্য ক্ষমতার প্রবেশদ্বার হিসাবে বিবেচিত হয় ।।

