এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,২৫ এপ্রিল : কর্ণাটক বিধানসভা নির্বাচন-২৩ আগামী ১০ মে অনুষ্ঠিত হতে চলেছে । এদিকে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসতে ততই বাড়ছে শাসক ও বিরোধী দলগুলির প্রচারের ঝাঁঝ । আজ মঙ্গলবার নির্বাচনী প্রচারে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গাঁন্ধী ভাদ্রা । স্বরাষ্ট্রমন্ত্রী যখন উত্তর কর্ণাটক অঞ্চলে প্রচার করবেন,তখন দক্ষিণ কর্ণাটকে জনসভা করবেন প্রিয়াঙ্কা ।
দক্ষিণ কর্ণাটক এবং উত্তর কর্ণাটকের হুবলিতে ধারাবাহিক রোডশো এবং জনসভা করার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বিজয়পুরা, বাগালকোট এবং ইয়াদগিরি জেলায় তার প্রচার চালাবেন । জানা গেছে,শাহ বাগালকোটের থেরাডালা কেন্দ্রের রাবাকবি-বনহাট্টি শহরে প্রচার করবেন। পরে তিনি জেলায় জনসভায় ভাষণ দেবেন। তিনি বিজয়পুরের দেবহিপ্পারাগীতে পৌঁছে জনসভায় ভাষণ দেবেন । এই কর্মসূচিতে আসনটির সাতজন প্রার্থী উপস্থিত থাকবেন। শাহ ইয়াদগিরিতে একটি রোড শোতে অংশ নেবেন । এদিকে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস মঙ্গলবার বিজাপুর জেলা সফর করছেন এবং এই উপলক্ষে দলীয় কর্মীদের সঙ্গে একাধিক বৈঠক করবেন। তিনি জনসভায় অংশ নেবেন এবং মঠ পরিদর্শন করবেন।
অন্যদিকে তখন মহীশূর ও চামরাজানগর জেলাতে প্রচার করবেন প্রিয়াঙ্কা গাঁন্ধী ভাদ্রা । মহীশূর জেলার বরুনা কেন্দ্রে বিরোধী নেতা সিদ্দারামাইয়া এবং রাজ্যের আবাসন মন্ত্রী ভি সোমান্নার মধ্যে হাই-ভোল্টেজ প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। সোমান্নাও চামরাজানগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা । নরশিপুরের হেলাভারহুন্ডিতে জনসভায় ভাষণ দেবেন তিনি । পরে তিনি চামরাজানগরের হনুর শহরের গৌরী শংকর হলে মহিলাদের সঙ্গে মতবিনিময় করবেন। সন্ধ্যায় তিনি নগরীতে এক সমাবেশে ভাষণ দেবেন । পরে কুচকাওয়াজে অংশ নেবেন প্রিয়াঙ্কা ।
এবারের কর্ণাটকের বিধানসভা নির্বাচন বিজেপির কাছে অশনি সঙ্কেত বলে মনে করা হচ্ছে । কারন গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত গেরুয়া শিবিরের ফলাফল নিরাশাজনক হতে চলেছে বলে অভ্যন্তরীণ সমীক্ষায় উঠে এসেছে । এদিকে বিজেপির আভ্যন্তরীণ কোন্দলে উছ্বসিত বিরোধী দলগুলি, বিশেষ করে জাতীয় কংগ্রেস । বিধানসভা দখলের পর ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নিজেদের ভিত পুন:প্রতিষ্ঠা করতে চায় শতাব্দী প্রাচীন এই রাজনৈতিক দলটি ।।